Parama Ekadashi 2023: আগামীকাল পরমা একাদশী, পালনে মিলবে অশেষ সুফল, জানুন ব্রতের রীতি
Parama Ekadashi Vidhi : হিন্দু ধর্মে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই একাদশী পালন অনেকেই অত্যন্ত পুণ্যের বলে মনে করেন।
শনিবার পরমা একাদশী। সারা ভারতেই এই একাদশী ( Parama Ekadashi 2023 ) পালন করা হয়ে থাকে। অধিক মাসে যে একাদশী আসে তার বিশেষ তাৎপর্য রয়েছে । কারণ এই একাদশী তিন বছরে একবার আসে। পঞ্জিকা (Panjika) বলছে, এবার ১২ অগাস্ট অধিকামাসের কৃষ্ণপক্ষের পরমা একাদশী।
হিন্দু ধর্মে (Hindu) একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই একাদশী পালন অনেকেই অত্যন্ত পুণ্যের বলে মনে করেন। বছরে ২৪টি একাদশী পালন করা হয়। প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষে একটি করে একাদশী পালন করা হলেও এ বছর অধিক মাস থাকায় ২টি একাদশী বেড়েছে। এই দিনে উপবাস করার জীবনে শুভ প্রভাব নিয়ে আসবে বলে মনে করা হয়। এই একাদশীতে ভগবান বিষ্ণুর (Lord Vishnu) আরাধনা করেন ভক্তরা।
১২ অগাস্ট অধিকমাসের একাদশী। অধিকমাস শুরু হয়েছে ১৮ জুলাই থেকে। অধিকমাসের কৃষ্ণপক্ষের একাদশীকে পরমা একাদশী বলা হয়। একে অধিকমাসের একাদশীও বলা হয়। এবার একাদশী উপোস পালিত হবে শনিবার। শনিবার ও একাদশী একদিনে পড়ার জন্য অনেকেই এটি শুভ যোগ বলে মনে করেন।
পরমা একাদশীর উপবাস করলে কী হয় ?
- এদিন একাদশী পালন করলে অর্থ সমস্যা দূর হয় ।
- মানুষ সকল দুঃখ-বেদনা থেকে মুক্তি পায়।
- পরমা একাদশী একটি যা আপনার জীবনে কৃতিত্ব বয়ে আনবে।
- এই একাদশীর উপবাস অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়।
- কোনো কারণে উপবাস না রাখতে পারলে পরমা একাদশীর গল্প শুনলেও মানুষের দারিদ্র্যও দূর হয় বলে বিশ্বাস।
কীভাবে পালন করবেন পরমা একাদশী:- পরমা একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর ভগবান বিষ্ণুর পুজো করুন নিষ্ঠা ভরে।
- তারপর নির্জলা ব্রতের সংকল্প নিয়ে বিষ্ণুপুরাণ পাঠ করুন।
- রাতে শ্রী হরি ও শিব ঠাকুরের পুজো করুন।
- প্রথম পর্বে নারকেল, দ্বিতীয় পর্বে লতা এবং তৃতীয় পর্বে আতা এবং চতুর্থ পর্বে কমলা ও সুপারি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন।
- পূজার পর উপবাস ইতি করুন।
দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে এবিপি লাইভ কোনো ধরনের স্বীকৃতি, তথ্য নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।