Saraswati Puja : সরস্বতী পুজো কবে করবেন? তিথি, সময় নিয়ে ধন্দে? কী বলছে পঞ্জিকা
সরস্বতী ব্রহ্মার মানসকন্যা৷ তাঁর এক হাতে বীণা, অন্যহাতে বই৷ সামান্য ফুল-মিষ্টি-বেলপাতা-যব শিস আর দোয়াত-কলমেই বাগ্ দেবী তুষ্ট৷

সরস্বতী পুজো মানে বাঙালির আবেগ। রাত জেগে মণ্ডপ সাজানো। সকাল সকাল স্কুলে ছুটে যাওয়া। পাঞ্জাবি-শাড়িতে সেজে অঞ্জলি। সরস্বতী পুজো বললে, চোখের সামনে ভেসে ওঠে এই ছবিগুলোই। আর প্রজন্মের পর প্রজন্ম ধরে, বাঙালির কাছে এই পুজো স্রেফ ধর্মাচরণ নয়, একটা আবেগ। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে কবে পড়েছে, তা হয়ত অনেকেই জানেন। কিন্তু পুজোর সময়টা জানা জরুরি। কারণ এমন সময় সরস্বতী পুজো পড়েছে, তাতে কবে পুজো করবেন , ধন্দে অনেকেই।
২০২৬ এ বসন্ত পঞ্চমী তিথি পড়েছে ২৩ জানুয়ারি তারিখে। কিন্তু তিথি এমন সময় শুরু, পুজো কথন শুরু করবেন, তা নিয়ে অনেকেরই ধন্দ।
সরস্বতী পুজোর সময়
হিন্দু পঞ্জিকা বলছে -
- বসন্ত পঞ্চমী তিথি শুরু ২৩ জানুয়ারি, ২০২৬। ভোর ০২:২৮ মিনিটে। অর্থাৎ সাধারণ ভাবে আমরা যাকে ২২ তারিখ রাত বলতে পারি।
- বসন্ত পঞ্চমী তিথি শেষ হবে ২৪ জানুয়ারি, ২০২৬ রাত ১:৪৬ মিনিটে। ঠিক একই ভাবে আমরা যাকে ২৩ তারিখ রাত বলতে পারি।
- হিন্দু মতে উদয়তিথি ধরে পুজো হয়। তাই সরস্বতী পুজো হবে ২৩ জানুয়ারিই। ২৩ জানুয়ারি, ২০২৬ বসন্ত পঞ্চমীর পুজোর শুভ সময় শুরু হবে সকাল ৭:১৫ থেকে দুপুর ১২:৩৩পর্যন্ত।
বসন্ত ঋতুর উৎসব
প্রাচীনকাল থেকে, বসন্ত পঞ্চমী প্রকৃতি এবং সৌন্দর্যের উৎসব হিসাবেও পালিত হয়ে আসছে। এই সময়ে গাছপালা নতুন পাতা এবং ফুল দিয়ে সজ্জিত হতে শুরু করে। বসন্ত পঞ্চমী নতুন ফুল ফোটা এবং নতুন ফসল আসার উৎসব হিসাবেও পালিত হয়। এসময় আমের মুকুল, পলাশ ফুল ফুটতে শুরু করে। তাই দেবী সরস্বতীকে বন্দনা করা হয় পলাশ ও আমের মুকুল দিয়ে। সেই সঙ্গে বাসন্তীভুবনমোহিনীকে বন্দনা করা হয় আবির দিয়েও। মানুষের চেতনাতেও নতুন শক্তির সঞ্চার হয়। মন ও স্বাস্থ্য ভালো থাকে।
বসন্ত পঞ্চমী পূজা বিধি
সরস্বতী ব্রহ্মার মানসকন্যা৷ তাঁর এক হাতে বীণা, অন্যহাতে বই৷ সামান্য ফুল-মিষ্টি-বেলপাতা-যব শিস আর দোয়াত-কলমেই বাগ্ দেবী তুষ্ট৷
- বসন্ত পঞ্চমীর দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে ভূমি মাতাকে স্পর্শ করে প্রণাম করুন।
- তারপর স্নান করার পর হলুদ রঙের পোশাক পরুন, হলুদ রঙ সমৃদ্ধি এবং শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয়।
- এর পরে, মা সরস্বতীর মূর্তিকে স্থাপন করুন এবং তাঁকে হলুদ বা সাদা রঙের পোশাক অর্পণ করুন।
- শিক্ষার্থীরা খাতা, কলম এবং বই মা সারদার চরণে রেখে ১০৮ বার ওঁ ঐং ঐং ঐং মহাসরস্বত্যৈ নমঃ জপ করুন। এটি বুদ্ধির বিকাশ ঘটায়।
Disclaimer : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে এটা জানানো জরুরি যে ABPLive.com কোনো প্রকার বিশ্বাস বা তথ্যের সত্যতা যাচাই করে না। কোনো তথ্য বা বিশ্বাসে আসার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।






















