এক্সপ্লোর
Shiv Puja : সোমবার শিবলিঙ্গে কী কী অর্পণ করলে মনের সব আশাপূরণ হয় ?
অনেকেই বলেন, শুধু বেলপাতা, ফুল, ফল , জলেই তুষ্ট হন মহাদেব। তবে তার সঙ্গে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে শিবঠাকুর সহজেই প্রসন্ন হন।
![Shiv Puja : সোমবার শিবলিঙ্গে কী কী অর্পণ করলে মনের সব আশাপূরণ হয় ? Shiv Puja Offer these things to Shivlinga to get blessings Shiv Puja : সোমবার শিবলিঙ্গে কী কী অর্পণ করলে মনের সব আশাপূরণ হয় ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/29/9ca48d57a99c641a41a73b0643ca8c27168532958554053_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Shiv Puja : সোমবার শিবলিঙ্গে কী কী অর্পণ করলে মনে সব আশাপূরণ হয় ?
সোমবার দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এই দিনে ভোলানাথের বিশেষ পুজো করা হয়। মানুষের বিশ্বাস, ভোলানাথ অত্যন্ত ভক্তবৎসল এবং ভাল মনে মহাদেবের পুজো করলেই তিনি তুষ্ট হয়ে যান। সোমবার দিনটি ভগবান শিবের উপাসনা করার জন্য সবথেকে শুভ। অনেকেই বলেন, শুধু বেলপাতা, ফুল, ফল , জলেই তুষ্ট হন মহাদেব। তবে তার সঙ্গে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে শিবঠাকুর সহজেই প্রসন্ন হন। সোমবার শিবলিঙ্গে কী কী নিবেদন করলে তিনি তুষ্ট হবেন।
সোমবার শিবলিঙ্গে কী কী অর্পণ করতে হবে :
- সোমবার পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে খুবই ভাল ফল পাওয়া যাবে বলে মনে করা হয়। এরপর শিবলিঙ্গে চন্দন ও ভস্ম নিবেদন করতে হবে। তার উপর বেলপত্র, ধুতুরা এবং শমিপত্র নিবেদন করলে শিব প্রসন্ন হন এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বর্ষিত হয়।
- সোমবার রুদ্রাভিষেক করাও খুব ভালো। বিভিন্ন ইচ্ছাপূরণের জন্য বিভিন্ন জিনিস দিয়ে ভগবান শিবের রুদ্রাভিষেক করা বলে বিশ্বাস করা হয়। ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সন্তানের সুখ হয়। অন্যদিকে গঙ্গাজল দিয়ে অভিষেক করলে দুঃখ ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
- সোমবার আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয়। এতে ভোলানাথ সহজেই খুশি হন বলে বিশ্বাস এবং তিনি ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন।
- সোমবার শিব মন্দিরে প্রদীপ দান করলেও ভোলানাথ ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। বিশ্বাস করা হয়, এদিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশিয়ে দান করলে পিতৃদোষ দূর হয়।
- সোমবার শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলি নিবেদন করার পর 'ওম নমঃ শিবায়' মন্ত্রটি ১০৮ বার জপ করা খুবই শুভ। সোমবার শিব মন্দিরে রুদ্রাক্ষ নিবেদন করলে দাম্পত্য জীবন সুখের হয়।
- শিবপুজোর সময় মনে রাখুন -
- এক গ্লাস জল খেয়েও তিনি খুশি হন। সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়।
- শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে মানুষ সুখ শান্তি পায়। অন্যদিকে চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্র্য দূর হয়।
- ভোলেনাথও সুগন্ধিও খুব পছন্দ করেন বলে মানুষের মনে বিশ্বাস।বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ ও শুদ্ধ হয়। শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
পুজো পরব (Religion) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)