(Source: ECI/ABP News/ABP Majha)
Vastu Tips : বাড়িতে রাখুন এই পাখির ছবি, দূর হবে সমস্যা; পরিবেশও থাকবে আনন্দময় !
Phoenix Bird : আমরা অনেক সময়ই বাড়ি সাজানোর জন্য অনেক ধরনের পাখির ছবি, মূর্তি রাখি। কিন্তু জানেন কি বাস্তুতে ফিনিক্স পাখিকে খুব শুভ মনে করা হয় ?
কলকাতা : বাস্তুশাস্ত্রে এমন অনেক নিয়ম ও নীতি রয়েছে, যার জেরে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্রে, আসবাবপত্র, গাছপালা, পর্দা, রান্নাঘর, বাথরুম, সাজসজ্জা, পেইন্টিং ইত্যাদির দিক, অবস্থান এবং রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে।বাস্তু নিয়ম মেনে চললে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে এবং নেতিবাচক শক্তি বাড়িতে ছায়া ফেলতে পারে না।
আজ ফিনিক্স পাখির কথা জানব। আমরা অনেক সময়ই বাড়ি সাজানোর জন্য অনেক ধরনের পাখির ছবি, মূর্তি রাখি। কিন্তু জানেন কি বাস্তুতে ফিনিক্স পাখিকে খুব শুভ মনে করা হয় ?
বাড়িতে ফিনিক্স পাখির ছবি রাখলে কী লাভ ?
- বাস্তু অনুসারে নির্দিষ্ট দিক বা স্থানে এই পাখির ছবি রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। পরিবেশ সুখকর হয় এবং সাফল্যের নতুন পথ খুলে যায়।
- ফিনিক্স পাখি সাফল্য এবং শক্তি প্রদানের সঙ্গে জড়িত। এছাড়াও, এই পাখি খ্যাতি এবং উন্নয়নের প্রতিনিধি হিসাবে বিবেচিত হয়।
- যদি দীর্ঘদিন পরিশ্রম করেও ফল না পেয়ে থাকেন, তাহলে ঘরে অবশ্যই ফিনিক্স পাখির ছবি লাগান। তাতে সাফল্যের যোগ শুরু হয়ে যাবে।
- আপনি ফিনিক্স পাখির ছবি, পেইন্টিং বা মূর্তি ঘরের দক্ষিণ দিকে রাখতে পারেন।
- বাস্তু শাস্ত্রে, ঘরে পাখির ছবি রাখার জন্য পূর্ব দিককে শুভ বলে মনে করা হয়।
এ প্রসঙ্গে জেনে রাখা দরকার, বাস্তবে ফিনিক্স নামের কোনও পাখি নেই। এটি কল্পনাপ্রসূত। যাকে সাফল্য ও সমৃদ্ধির প্রতীক হিসাবে গণ্য করা হয়। ফিনিক্স পাখিকে অমরপক্ষী বা মায়াপক্ষীও বলা হয়। এর সাথে এটাও জেনে নিন যে, বাস্তুশাস্ত্রে কিছু পাখির ছবি বা মূর্তি বাড়িতে রাখার কথা বলা হয়েছে। বাস্তু অনুসারে, বাড়িতে কখনও হিংস্র বা এই জাতীয় পাখির ছবি রাখবেন না, যা নেতিবাচকতা বা অশান্তি তৈরি করতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে, শকুন, বাদুড়, কাক, পেঁচা প্রভৃতি পাখির ছবি বাড়িতে রাখা উচিত নয়।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন