Science News: মহাকাশে নক্ষত্রর 'ভয়াবহ' বিস্ফোরণ, বিরল সেই ছবি তুলে তাক লাগালেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা
ISRO News: ইসরো সূত্রে খবর, ১৯ মে এবং ২২ মে তাঁদের টেলিস্কোপে ধরা পড়ে এই মহাজাগতিক ঘটনা। যেখানে হঠাৎই উজ্জ্বল দেখায় এটি নক্ষত্রকে। পরবর্তীতে সেটি 'পিনহুইল' আকারে বিস্ফোরিত হয়।
নয়া দিল্লি: মহাকাশে কোটি কোটি গ্যালাক্সি। সেখানে কোথায় কী হচ্ছে তার খবর কে বা রাখে! তবে সেই গ্যালাক্সিতে যদি দেখা যায় এক বিরল দৃশ্য, আর সেই ছবি ধরা দেয় ক্যামেরায় তবে সে খবর গুরুত্বপূর্ণ তো বটেই। নক্ষত্রর সেই বিস্ফোরণের এক 'অপরূপ' ছবি তুলতে এবার সক্ষম হলেন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় ২১ মিলিয়ন আলোকবর্ষ দূরের এক গ্যালাক্সিতে নক্ষত্র বিস্ফোরণের বিরল এক মহাজাগতিক দৃশ্য এবার ধরা পড়ল টেলিস্কোপের ক্যামেরায়।
ইসরোর লিক্যুইড প্রোপালসন সিস্টেম সেন্টার থেকে ফাহদ বিন আব্দুল হাসিস, কিরণ মোহন এবং বিশাখ শশীধরণ এই বিস্ফোরণটি যেটির মহাকাশবিজ্ঞানে নাম- SN 2023ixf, তা ফ্রেমে ধরতে সক্ষম হয়েছেন। উরসা মেজর তারামণ্ডলে একটি সুপারনোভা পিনহুইল গ্যালাক্সিতে নক্ষত্রর 'মৃত্যু' হয়। এই গ্যালাক্সিটির আরেকটি নাম- M101। ইসরো সূত্রে খবর, ১৯ মে এবং ২২ মে তাঁদের টেলিস্কোপে ধরা পড়ে এই মহাজাগতিক ঘটনা। যেখানে হঠাৎই উজ্জ্বল দেখায় এটি নক্ষত্রকে। পরবর্তীতে সেটি 'পিনহুইল' আকারে বিস্ফোরিত হয়।
এই ধরনের মহাজাগতিক ঘটনা কোনও ছোটখাটো বিষয় নয়। এই সুপারনোভাগুলি সূর্যের থেকে প্রায় ওজনে পাঁচগুণ বেশি হয়ে থাকে। ফলে এদের বিস্ফোরণ হলে তার প্রভাব পড়ে মহাকাশ দুনিয়ায়। প্রশ্ন উঠতে পারে কেন তারার বিস্ফোরণ হয়? মহাকাশবিজ্ঞানীরা জানাচ্ছেন, যখন তারাদের জীবনশক্তি শেষ হয়ে আসে সেই সময় এটির কেন্দ্রস্থলে ফুরিয়ে আসে নিউক্লিয়ার শক্তিও। সেই সময় নক্ষত্রর অন্তঃস্থল থেকেই এই বিস্ফোরণটি ঘটে। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই থাকে যে গোটা গ্যালাক্সি তো বটেও, প্রতিবেশি এলাকাও আলোকে উদ্ভাসিত হয়ে যায়।
এই এক্সপ্লোসন SN2023ixf-কে সুপারনোভা Type-2 বলা হয়ে থাকে। অন্তঃস্থ শক্তি ফুরিয়ে এলে মাধ্যাকর্ষণের জেরে এই প্রবল বিস্ফোরণটি ঘটে। ইসরোর জ্যোতির্বিজ্ঞানীরা স্কাই ট্র্যাকিং ডিভাইস iOptronSkyGuider pro- এর মাধ্যমে Nikon Z6 ii camera এবং Samyang 135 mm লেন্স এবং ফোকাল লেন্থ ২.৮ এবং এক্সপোজার ১০০০ রেখে এই ছবিটি তুলতে সক্ষম হয়েছেন তাঁরা।
তবে একটি নয়, একই ফ্রেমে একাধিক ছবি তুলে তা Merge প্রসেসের মাধ্যমে এই ছবিটির ডিটেলিং করেছেন তাঁরা। সে ছবি প্রকাশ্যে আসতে মুগ্ধ সকলেই। খুশি ইসরোও। তাদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে প্যাশন, ডেডিকেশন নিয়ে কাজ করে যে করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা তা নতুন দিগন্ত খুলে দেবে আগামী দিনে। খুব সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করে এই কাজটি করেছেন তাঁরা, তা শিক্ষনীয়।
আরও পড়ুন, আপনার স্বপ্নে কি মাঝেমধ্যে কোনও ব্যক্তি উপস্থিত হয়? এর নেপথ্যে কী কারণ রয়েছে?