International Space Station: মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছেন শুভাংশু, বিদায়লগ্নে বললেন, ‘ভারত আজও সারে জহাঁ সে অচ্ছা’
Shubhanshu Shukla: পৃথিবীতে ফেরার আগে রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বার্তা পাঠান শুভাংশু।

নয়াদিল্লি: মহাকাশ অভিযান শেষ করে ফিরছেন শুভাংশু শুক্ল। শেষ মুহূর্তেও আবেগে ভাসলেন তিনি। ৪১ বছর আগে মহাকাশ থেকে ভারতকে যেভাবে দেখেছিলেন রাকেশ শর্মা, তাঁর চোখেও ভারতের একই রূপ ধরা পড়ছে বলে জানালেন। শুভাংশু জানালেন, মহাকাশ থেকে এখনও ভারতকে দেখতে 'সারে জহাঁ সে অচ্ছা'ই। সোমবারই মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার জন্য রওনা দেবেন শুভাংশু ও তাঁক সহযাত্রীরা। (Shubhanshu Shukla)
পৃথিবীতে ফেরার আগে রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বার্তা পাঠান শুভাংশু। তিনি বলেন, "অসাধারণ একটা যাত্রার অভিজ্ঞতা হল। ২৫ জুন ফ্যালকন ৯-এ চেপে যখন রওনা দিয়েছিলাম, এত কিছু কল্পনাই করিনি। যাঁরা এই অভিযানে যুক্ত ছিলেন, তাঁদের জন্য়ই এত অসাধারণ অভিজ্ঞতা হল। এমন অসাধারণ, পেশাদার মানুষদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আনন্দিত আমি। গত আড়াই সপ্তাহে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি আমরা, আউটরিচ অ্যাক্টিভিটি ছিল, পাশাপাশি, সময় পেলেই জানলা দিয়ে পৃথিবীকে দেখতাম।" (International Space Station)
দেশবাসীর উদ্দেশে শুভাংশু বলেন, "এই গোটা পর্ব এখনও ম্যাজিক্য়াল মনে হচ্ছে। দেশবাসীকে ধন্যবাদ, ISRO, NASA, SpaceX-কে ধন্যবাদ। এই অভিযানের গুরুত্ব অপরিসীম। প্রত্যেক দেশ এতে উপকৃত হবে। আমি অনেক স্মৃতি নিয়ে, অনেক কিছু শিখে ফিরছি পৃথিবীতে। বুঝতে পারছি, লক্ষ্যে অবিচল থাকলে মানবজাতি কী করে দেখাতে পারে। একটি অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলাম।"
Ax-4 Mission | Farewell Ceremony https://t.co/QGDDfXD84R
— Axiom Space (@Axiom_Space) July 13, 2025
শুভাংশু জানিয়েছেন, তাঁর যাত্রা শেষ হলেও, ভারতের সামনে দীর্ঘ পথ রয়েছে। তাঁর বিশ্বাস, একদিন নক্ষত্রকেও ছুঁয়ে দেখতে পারবে মানবজাতি। নিজের বার্তা শেষ করতে গিয়েই ৪১ বছর আগের প্রসঙ্গ পাড়েন শুভাংশু। বলেন, "মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়, আজও জানতে উৎসুক অনেকে। আমি বলব, ভারত উচ্চাকাঙ্খী, ভারত নির্ভীক, ভারত আত্মবিশ্বাসী, ভারত গর্বিত। তাই আবারও বলতে পারি, ভারত আজও 'সারে জহাঁ সে অচ্ছা'। শীঘ্রই পৃথিবীতে দেখা হবে।"
Axiom-4 অভিযানের আওতায় মহাকাশে গিয়েছেন শুভাংশুরা। মহাকাশে এতদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিলেন তাঁরা। আগামী দিনে ভারতের 'গগনযান' অভিযানের জন্য শুভাংশুর এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে নিজেদের মহাকাশযান বিচ্ছিন্ন করে নেবেন শুভাংশুরা। এর পর পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন তাঁরা। শুভাংশুর মুখে মহাকাশের অভিজ্ঞতা শোনার জন্য উৎসুক সকলে।






















