Sunita Williams: মহাকাশ থেকে কেমন দেখতে লাগে ভারতকে ? পৃথিবীতে ফিরে কী জানালেন সুনীতা উইলিয়ামস ?
Sunita Williams on India: মহাকাশ থেকে কেমন দেখায় ভারতকে ? এই প্রশ্নের উত্তরে সেই সাক্ষাৎকারে সুনীতা উইলিয়ামস স্পষ্টতই মুম্বই ও গুজরাতের দৃশ্যের কথা জানান।

Sunita Williams on India: ভারতীওয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস বিগত ১৯ মার্চ ২০২৫ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেশে ফিরেছেন স্পেস এক্স ড্রাগন মহাকাশযানে চড়ে। তিনি এবং তাঁর সহকর্মী বুচ উইলমোর ২০২৪ সালের ৫ জুন বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে করে পাড়ি দিয়েছিলেন মহাকাশে। আর তারপর থেকে টানা ৯ মাস ধরে মহাকাশেই কেটেছে তাদের (Sunita Williams) সময়। ফেরা সহজ ছিল না। এবার সফল অভিযান শেষে পৃথিবীর মাটিতে ফিরে প্রথম মুখ খুললেন সুনীতা উইলিয়ামস। ৩১ মার্চ সোমবার একটি সাক্ষাৎকার দেন তিনি এবং সেখানেই মহাকাশে (Sunita Williams on India) কাটানো এই ৯ মাসের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি।
ইন্টারভিউ চলাকালীন তাঁকে ভারত সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে মহাকাশ থেকে ভারতকে ঠিক কেমন দেখায় ? এর উত্তরে এক অসাধারণ মন ছুঁয়ে যাওয়া উত্তর দেন সুনীতা। তিনি বলেন, মহাকাশ থেকে ভারতকে খুবই সুন্দর দেখায়। যখনই তাদের মহাকাশযান হিমালয়ের কাছ ঘেঁষে উড়ে গিয়েছে, তাঁর নজরে এসেছে অপার সৌন্দর্য। তিনি এই সৌন্দর্যকে বলেছেন নজরকাড়া এবং মন ছুঁয়ে যাওয়া। ভারতকে এক অপূর্ব দেশ বলে সম্বোধন করেন তিনি এবং জানান যে এই দেশের গণতন্ত্র এক অসাধারণ নিদর্শন। তিনি আরও বলেন যে ভারতের সঙ্গে তাঁর গভীর আত্মিক যোগ রয়েছে কারণ তাঁর বাবা ছিলেন একজন ভারতীয়। সুনীতা বলেন, 'আমি নিশ্চিত যে আমি আমার বাবার জন্মভূমিতে ফিরে যাব।' তাঁর ভারত সম্পর্কে এই অনুভব স্পষ্ট বুঝিয়ে দেয় যে তাঁর অন্তরে ভারতীয়ত্বের শিকড় কত গভীরে প্রোথিত হয়ে আছে।
মহাকাশ থেকে ভারতের সৌন্দর্য
মহাকাশ থেকে কেমন দেখায় ভারতকে ? এই প্রশ্নের উত্তরে সেই সাক্ষাৎকারে সুনীতা উইলিয়ামস স্পষ্টতই মুম্বই ও গুজরাতের দৃশ্যের কথা জানান। তিনি বলেন, ' এই শহরগুলির আলোকমালার সৌন্দর্য অপরূপ দেখায়। বড় শহর থেকে ছোট শহর এই আলো ছড়িয়ে থাকে সর্বত্র, তা ভারতীয় সভ্যতা এবং আধুনিকতার এক অপূর্ব মিশেল রচনা করে'।
ভারতের মহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় উন্নতি এবং সুনীতার উৎসাহ
মহাকাশ বিজ্ঞানের জগতে ভারতের ক্রমান্বয়ী উন্নতি ও নিত্য নতুন উদ্ভাবনে সুনীতা খুবই আনন্দিত, বেসরকারি মহাকাশ প্রকল্পগুলির সঙ্গে ভারতের সংযোগ নিয়ে সুনীতা জানান, 'অ্যাক্সিওম মিশনে কোনও ভারতীয় মহাকাশে পাড়ি দেবেন এই খবর আমার কাছে উৎসাহব্যঞ্জক।' তাঁর এই বক্তব্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইসরো সংস্থার পর্যায়ক্রমিক উন্নতিকে সাধুবাদ জানায়।


















