Sunita Williams: প্রহর গুনছেন পৃথিবীবাসী, ঘরে ফিরবেন কবে? মহাকাশ থেকে Live বার্তায় জানালেন সুনীতা ও ব্যারি
Science News: বুধবার মহাকাশ থেকে সরাসরি পৃথিবীবাসীকে সম্বোধন করেন সুনীতা এবং ব্যারি।
নয়াদিল্লি: মহাকাশে গিয়েছিলেন ১০ দিনের অভিযানে। নয় নয় করে এক মাসের বেশি পেরিয়ে গিয়েছে। এখনও মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযোগী ব্যারি বুচ উইলমোর। কবে পৃথিবীতে ফেরানো যাবে, এখনও নির্দিষ্ট ভাবে জানাতে পারেনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. সেই নিয়ে উদ্বেগ, আশঙ্কার মধ্যেই মহাকাশ থেকে সরাসরি পৃথিবীবাসীকে বার্তা দিলেন সুনীতা ও ব্যারি। (Sunita Williams)
বুধবার মহাকাশ থেকে সরাসরি পৃথিবীবাসীকে সম্বোধন করেন সুনীতা এবং ব্যারি। Boeing Starliner-এর যে মহাকাশযানে চেপে মহাকাশে পৌঁছন সুনীতা এবং ব্যারি, গোড়া থেকেই তাতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সেই যান্ত্রিক গোলযোগের জেরেই মহাকাশে আটকে গিয়েছেন তাঁরা। কিন্তু মহাকাশ থেকে ফেরা নিয়ে আশাবাদী সুনীতা। তিনি বলেন, "সবদিক খতিয়ে দেখেছি আমরা। আমি আশাবাদী যে মহাকাশযানটি আমাদের নিশ্চিত ভাবে ঘর ফেরাবে। কোনও সমস্যা নেই।" (Science News)
এই মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিয়েছেন সুনীতা এবং ব্যারি। সুনীতা জানিয়েছেন, সেখান থেকে মহাকাশযানটিকে নিয়ে পৃথিবী অভিমুখে রওনা দেওয়ার আগে সব বিষয়ে নিশ্চিন্ত হতে চাইছেন তাঁরা। প্রতিকূল পরিস্থিতি দেখা দিলে, কী করণীয়, সব বিশদে বুঝে নিচ্ছেন। নিরাপদে ঘরে ফেরা নিয়ে আশাবাদী তাঁরা। আপাতত আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিরাপদেই রয়েছেন তাঁরা।
NASA-র তরফে এদিন সংবাদমাধ্যমকেও সুনীতা এবং ব্যারির সঙ্গে কথা বলার, তাঁদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। Boeing Starliner-এর মহাকাশযানটির অবস্থা নিয়ে প্রশ্ন করলে ব্যারি বলেন, "উৎক্ষেপণ অসম্ভব ভাল হয়েছিল। প্রত্যাশার চেয়েও ভাল পারফর্ম করে মহাকাশযানটি। এটি পরীক্ষামূলক উড়ান ছিল, যাতে ভবিষ্যৎ মহাকাশ অভিযানের পথ সহজ হয়। ভুলভ্রান্তি যাতে ঠিক করে নেওয়া যায়, সেই প্রচেষ্টাই ছিল।"
আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভাল সময় কাটাচ্ছেন বলেও এদিন জানান সুনীতা। তিনি জানান, "এখানে ভালই সময় কাটছে আমাদের। আগেও এসেছি আমরা। তাই মনে হচ্ছে বাড়িতেই আছি। মহাকাশে ভেসে বেড়াতে ভাল লাগছে। আমার অন্তত কোনও অভিযোগ নেই।" মহাকাশযানের থ্রাস্টারটি সঠিক ভাবে কাজ করছে কি না এই মুহূর্তে সেটাই তাঁদের মাথাব্যথা, যদি কোনও সমস্যা দেখাও দেয়, তার সুরাহা বের করা যাবে বলেও আশাবাদী সুনীতা। তাঁদের নিয়ে যে উদ্বেগ, আশঙ্কা দেখা দিয়েছে, সে নিয়ে ভাবছেনই না সুনীতা। ইতিবাচক ভাবনা নিয়েই তাঁরা ঘরে ফেরার দিকে তাকিয়ে। NASA এবং Boeing Starliner-এর উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান সুনীতা এবং ব্যারি।
গত ৫ জুন মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং ব্যারি। ১০ দিনের অভিযানে মহাকাশে পাঠানো হয়েছিল তাঁদের। কিন্তু একমাসের বেশি সময় অতিক্রান্ত হলেও ফেরানো যায়নি তাঁদের। Boeing Starliner-এর যে মহাকাশযানে চেপে রওনা দিয়েছিলেন সুনীতা এবং ব্যারি, তাতে গোলযোগ দেখা দেওয়াতেই তাঁরা মহাকাশে আটকে গিয়েছেন।
পৃথিবীতে ফেরার জন্য Boeing Starliner-এর মহাকাশযানে থ্রাস্টার হিসেবে ২৮টি ছোট রকেট ব্যবহার করার কথা ছিল। কিন্তু উড়ানের ২৫ ঘণ্টার মধ্যেই ওই রকেটগুলি থেকে ছিদ্রপথে বার বার হিলিয়াম বেরিয়ে আসতে শুরু করে বলে জানা যায়। এখনও পর্যন্ত পাঁচ বার এই ঘটনা ঘটেছে। পৃথিবীতে নিরাপদে ফিরতে ১৪টি থ্রাস্টার ঠিক থাকা জরুরি। NASA জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটিগুলি খতিয়ে দোখা হচ্ছে, তাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে তারা। ফলে আরও কিছু দিন মহাকাশে থাকতে হতে পারে সুনীতা এবং ব্যারিকে। কবে তাঁদেরকে ফেরানো যাবে, এখনও পর্যন্ত তা জানাতে পারেনি NASA.