Solar Eclipse: মহালয়ার দিনই সূর্যগ্রহণ, কখন লাগছে গ্রহণ, কখন শেষ? কোথা থেকে দেখা যাবে?
Solar Eclipse of 2025 :ভারত বা অন্য কোনও এশীয় দেশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে না। মূলত দেখা যাবে দক্ষিণ গোলার্ধে থেকেই।

Last Solar Eclipse of 2025 : গত পূর্ণিমাতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছে দেশ। এবার পালা সূর্যগ্রহণের। ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২১ সেপ্টেম্বর। যদিও এই গ্রহণ দেখা যাবে না ঘটবে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে এই পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকার কিছু অংশ থেকে। এছাড়া প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর থেকে এই মহাজাগতিক ঘটনা দেখা যেতে পারে। ভারত বা অন্য কোনও এশীয় দেশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে না। মূলত দেখা যাবে দক্ষিণ গোলার্ধে থেকেই।
আগামী ২১ সেপ্টেম্বর এই বছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১১টার পর সূর্যগ্রহণ শুরু হবে। ২২ সেপ্টেম্বর রাত ৩টে বেজে ২৪ মিনিট পর্যন্ত চলবে গ্রহণ। বোঝাই যাচ্ছে, সূর্যগ্রহণ যখন হবে, তখন ভারতে তখন রাত। তাই সূর্য গ্রহণ দেখা যাবে না এদেশ থেকে। সূর্যগ্রহণ যদি দিনের বেলা হয় , তখনই দেখা বা বোঝা যায়। সূর্যগ্রহণ দেখা যাবে না বলে, গ্রহণের আগে সূতক কাল পালনেরও ব্যাপার নেই।
Earthsky.org জানাচ্ছে, ২১ সেপ্টেম্বর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, নিউজিল্যান্ড এবং অ্যান্টার্কটিকার কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। চাঁদ সূর্য ও পৃথিবীর সরলরেখায় এলে তবে গ্রহণের পরিস্থিতি তৈরি হয়। এই গ্রহণে চাঁদের আবডালে ঢাকবে সূর্যের কিয়দাংশই। তাই সূর্যকে দেখাবে অর্ধচন্দ্রাকার আকৃতির। একেবিষুবগ্রহণও বলা হচ্ছে । ২৩ সেপ্টেম্বর দিনটিকে জল বিষুব বলা হয়। বিষুবের ঠিক ২ দিন আগে এই গ্রহণ ঘটবে বলে, অনেকে এই গ্রহণকে বিষুব গ্রহণও বলছে। সাধারণত সেপ্টেম্বরের ২২ বা ২৩ সেপ্টেম্বর তারিখে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়। এই দিনে সূর্য নিরক্ষরেখার উপর সোজাসুজি অবস্থানে থাকে। এর ফলে উত্তর গোলার্ধে শরৎকালের সূচনা হয়, দক্ষিণ গোলার্ধে বসন্তকালের সূচনা হয়।
বিজ্ঞানীরা সতর্ক করছেন, সূর্যগ্রহণের সময়, খালি চোখে সূর্যের দিকে তাকানো অত্যন্ত বিপজ্জনক হতে পারে।এর ফলে দৃষ্টিশক্তির স্থায়ী ক্ষতি হতে পারে। নিরাপদে দেখার জন্য নির্দিষ্ট চশমা পাওয়া যায়। কিংবা সঠিকভাবে ফিল্টার করা টেলিস্কোপ ব্যবহার করা অপরিহার্য। সতর্কতা অবলম্বন না করলে, ফল মারাত্মক হতে পারে। বিজ্ঞানীদের মতে, গ্রহণের সময় কিছুক্ষণ সূর্যের আলোর দিকে তাকানোও চোখের ক্ষতি করতে পারে।























