দারুণ লোকেশনে অসামান্য বাড়ি এখন আপনার জন্য সাধ্যের মধ্যে
ই-লটারির জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছে আগামি ২৯ আগস্ট ২০২১ রবিবার পর্যন্ত।
ইডেন রিয়েলিটি গ্রুপ নিয়ে এসেছে তাদের নতুন আবাসন সোলারিস শালিমার। শালিমার স্টেশনের কাছেই নির্মিত হতে চলেছে এই আবাসন। প্রাথমিক পর্যায়ে তিন টি টাওয়ারে ৫৫২ টি ফ্ল্যাট ই- লটারির মাধ্যমে বুকিং শুরু করে সংস্থা। বুকিং-এর জন্য ব্যাপক সাড়া মেলায় গ্রাহকদের জন্য আরও দুটি টাওয়ার সংযোজন করে মোট ৮৩২ টি ফ্ল্যাটকে ই-লটারির মাধ্যমে বিক্রি করার সিধান্ত নিয়েছে ইডেন রিয়েলটি। এই ই-লটারির জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়েছে আগামি ২৯ আগস্ট ২০২১ রবিবার পর্যন্ত।
সোলারিস শালিমারে দুই বেডরুমের ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে ২০ লক্ষ ৭৫ হাজার টাকা এবং তিন বেড রুম ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা থেকে। বর্তমানে, যখন জাতীয় অর্থনীতির গ্রাফ নিম্নমুখী তখন গ্রাহকদের কথা মাথায় রেখেই এই নয়া উদ্যোগ। জানা গিয়েছে ইডেন রিয়েলিটি সামাজিক দূরত্ব বিধির কথা মাথায় রেখে ই-লটারির মাধ্যমে ফ্ল্যাট আবণ্টনের ব্যাবস্থা করেছে। অন-লাইন এবং অফ-লাইন দুভাবেই ফর্ম কেনা ও জমা করা যাবে।
শালিমার স্টেশন থেকে মাত্র ২ মিনিট ব্যবধানে নির্মিত এই আবাসন থেকে কলকাতার যেকোন জায়গায় পৌঁছে যাওয়া যাবে খুব সহজে। যেমন, এখান থেকে রবীন্দ্র সদন আনুমানিক ১২ মিনিটে পৌঁছে যাওয়া যাবে। আবার, ডালহৌসি বা এস্প্ল্যানেড যেতেও আবাসনের বাসিন্দাদের সময় লাগবে মাত্র ১৫ মিনিট। সোলারিস শালিমারে থাকছে মনোরম পরিবেশ সঙ্গে আউটডোর অ্যাক্টিভিটির যায়গা। যেখানে থাকছে ন্যাচেরাল ওয়াটার বডি, সেন্ট্রাল লন, গেম কর্নার হপস্কচ জোন সহ যোগা কিংবা মেডিটেশন জোন। থাকছে জগিং ও ওয়াকিং ট্র্যাক।
এছাড়াও একাধিক এন্টারটেন্মেন্ট স্পট রয়েছে, যা অফিসের পরে আপনার মনকে একেবারে চাঙ্গা করে তুলবে। আপনার বাড়ির শিশুটি এই আবাসনের টডলার্স প্লে-এরিয়ায় বা মনোরম পরিবেশে থাকবে চনমনে এবং প্রাণোচ্ছল। পাশাপাশি ফ্যামিলি পার্টির জন্য ক্লাবের ছাদে থাকছে পার্টি ডেক। থাকছে সুইমিং পুল, কিডস পুল, জিমন্যাসিয়াম সহ আরও অনেক কিছু। এছাড়াও আছে সেন্ট্রাল লন, ন্যাচেরাল ওয়াটার বডি, টডলার্স প্লে এরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, চিল্ড্রেন্স প্লে এরিয়া, চেক ব্লক ইত্যাদি। বাড়ির বয়স্ক মানুষদের জন্য থাকছে সিনিয়ার সিটিজেন কর্নারও। সেখানে তাঁরা তাঁদের সমবয়সী বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারবেন মন খুলে।
আরও জানতে, ক্লিক করুন- সোলারিস শালিমার
(বিজ্ঞাপনমূলক প্রতিবেদন। ABP লাইভ কর্তৃক সম্পাদিত নয়।)