এক্সপ্লোর
ডাবলিনে টি২০-তে আয়ারল্যান্ডকে ৭৬ রানে হারাল ভারত

ডাবলিন: ইংল্যান্ড সফর দুর্দান্ত শুরু করল ভারত। আয়ারল্যান্ডের ডাবলিনে প্রথম টি ২০-তে আয়ারল্যান্ডকে ৭৬ রানে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ৯৭ রান করেন, শিখর ধবন ৭৪। জবাবে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদবের সামনে আইরিশ ব্যাটসম্যানরা টিকতে পারেননি। ৪ ওভারের স্পেলে ২১ রানে ৪ উইকেট তুলে নেন কুলদীপ। এর সঙ্গে আন্তর্জাতিক টি ২০-তে সর্বাধিক উইকেট নেওয়া বাঁ হাতি স্পিনারের স্বীকৃতি পেলেন তিনি। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি ২০-তে তিনি পেয়েছেন ১৬টি উইকেট। আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার মাইকেল রিপোনের দখলে, তিনি পান ১৫টি উইকেট।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















