Praggnanandhaa Beat Carlsen: বিশ্বের ১ নম্বর কার্লসেনকে হারিয়ে দাবার চৌষট্টি খোপে অঘটন ১৬ বছরের প্রজ্ঞানানন্দর
Praggnanandhaa Beat Carlsen: অনলাইন র্যাপিড চেসের এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্টে বাজিমাত করলেন তিনি। কালো ঘুঁটি নিয়ে খেলে ৩৯ চালে আর প্রজ্ঞানানন্দ বাজিমাত।
চেন্নাই: মাত্র ১৬ বছর বয়সেই বাজিমাত। বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারালেন তামিলনাড়ুর ১৬ বছরের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্দ। অনলাইন র্যাপিড চেসের এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্টে বাজিমাত করলেন তিনি। পুরো নাম রমেশবাবু প্রজ্ঞানানন্দ। কালো ঘুঁটি নিয়ে খেলে ৩৯ চালে আর প্রজ্ঞানন্দের বাজিমাত। আনন্দ, হরিকৃষ্ণের পর তৃতীয় ভারতীয় হিসেবে হারালেন কার্লসেনকে। ভারতীয় দাবায় আজকের দিন ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে।
এর আগে ২০১৮ সালে, ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন চেন্নাইয়ের কিশোর আর প্রজ্ঞানানন্দ। সে বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার। ইতালির গ্রেনডাইন ওপেনের শেষ রাউন্ডে ইতালিরই গ্র্যান্ডমাস্টার মোরোনি জুনিয়রকে হারানোর সঙ্গে সঙ্গে এই খেতাব পেয়েছিল সে। বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার ইউক্রেনের সার্গেই করজাকিন। ২০০২ সালে ১২ বছর ৭ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হন তিনি। প্রজ্ঞানানন্দর বয়স ১২ বছর ১০ মাস ১৩ দিন। সবথেকে অল্প বয়সে গ্র্যান্ডমাস্টারদের তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় পরিমার্জন নেগী। ১৩ বছর ৪ মাস বয়সে এই কৃতিত্ব লাভ করে তিনি চতুর্থ স্থানে রয়েছেন।
Praggnanandhaa beats World Champion Magnus Carlsen with the black pieces at the Airthings Masters 2022. It was an online game with a time control of 15+10.
— ChessBase India (@ChessbaseIndia) February 20, 2022
Until now the only Indians to beat Magnus in a tournament game have been Anand and P. Harikrishna. Pragg now joins the list! pic.twitter.com/ZX1emeY9v6
এই টুর্নামেন্টে শুরু থেকে একদমই ভাল ফর্মে ছিলেন না প্রজ্ঞানানন্দ। প্রথম সাত রাউন্ডের ম্যাচে দু'টি ড্র, চারটি হার এবং একটি ম্যাচে জয় পান তিনি। আর্মেনিয়ান গ্র্যান্ডমাস্টার অ্যারোনিয়ানের বিরুদ্ধে জয় পেয়েছিলেন প্রজ্ঞানানন্দ। কিন্তু তার আগে অনীশ গিরি, কুয়াং লিয়েমের সঙ্গে ড্র করেন প্রজ্ঞানানন্দ। এরিক হেনসেন, ডিং লিরেন, হান-ক্রিজতফ দুদা আর শাখরিয়ার মামেদিয়ারোভের কাছে হারতে হয়েছে। এখন যুগ্মভাবে ১২ নম্বর স্থানে আছেন প্রজ্ঞানন্দ।