Viral Video : বয়স ৬৪, পরনে লুঙ্গি ও শার্ট, খালি পায়ে বল নাচিয়ে শোরগোল ফেলেছেন কেরলের জেমস
Keral Man Juggling Football: কেরলের জেমস অবশ্য সকলের চেয়ে অনেকটাই আলাদা। যিনি শুধু বল জাগলিং করে তাক লাগাচ্ছেন যে তাই নয়, ফের প্রমাণ করে দিচ্ছেন যে, বয়স নেহাত একটা সংখ্যা।
নয়াদিল্লি: ফুটবল জাগলিং। অন্যতম কঠিন কাজ হিসাবে ধরা হয়। শুধু পা দিয়ে নয়, কখনও মাথা, কখনও কাঁধ তো কখনও উরু দিয়ে নিখুঁত টাইমিংয়ে বল নাচানো। নিয়ন্ত্রণ দিয়ে সকলের চোখ ধাঁধিয়ে দেওয়া। যে নিয়ন্ত্রণ আয়ত্ত করতে অনেকে ঘণ্টার পর ঘণ্টা ধরে অনুশীলন করেন। অনেকে তো আবার ফুটবল জাগলিংকে পেশা হিসাবেও বেছে নিয়েছেন। রীতিমতো শো করে ফুটবল জাগলিং দেখিয়ে অর্থ উপার্জন করেন।
কেরলের জেমস (James) অবশ্য সকলের চেয়ে অনেকটাই আলাদা। যিনি শুধু বল জাগলিং করে তাক লাগাচ্ছেন যে তাই নয়, ফের প্রমাণ করে দিচ্ছেন যে, বয়স নেহাত একটা সংখ্যা। কারণ, জেমসের বয়স ৬৪। যে বয়সে অনেকে বিভিন্নরকম শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে দিন গুজরান করেন। জেমস সেখানে ফিট। এতটাই ফিট যে, বলকে কার্যত কথা বলাচ্ছেন। ফুটবলের ওপর তাঁর দখল দেখে চমকে উঠবেন পেশাদার কোনও ফুটবলারও।
সম্প্রতি জেমসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রদীপ নামের একজন, যিনি ইনস্টাগ্রামে নিজেকে ফ্রিস্টাইল ফুটবলার হিসাবে পরিচয় দেন, সেই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রদীপ বল পাস দিচ্ছেন জেমসকে। তারপরই বল নিয়ে ম্যাজিক শুরু মধ্য ষাটের জেমসের।
বল নিয়ে নিজের দক্ষতা দেখাতে শুরু করেন জেমস। যাঁর পরনে লুঙ্গি ও শার্ট। খালি পায়ে বলকে কথা বলাচ্ছেন যেন। পা দিয়ে কিছুক্ষণ জাগলিং করার পর মাথাতেও বল নিয়ে ভারসাম্যের খেলা দেখাচ্ছেন জেমস। পাশে দাঁড়িয়ে গোটা জাগলিং পর্ব মুগ্ধ নয়নে দেখে চলেছেন প্রদীপ।
এক সপ্তাহ আগে ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রদীপ। এরই মধ্যে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা, 'এজ ইজ জাস্ট আ নাম্বার'। বয়সকে সত্যিই যেন ডজ করে চমক দিচ্ছেন জেমস।
আরও পড়ুন: ৮২ রানে দক্ষিণ আফ্রিকা দুরমুশ, সিরিজ ২-২ করে দিল টিম ইন্ডিয়া