নিউজিল্যান্ডে করোনা-আক্রান্ত আরও এক পাক ক্রিকেটার, সংখ্যা বেড়ে ৭
অভিযোগ, কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার জৈব সুরক্ষাবিধি লঙ্ঘন করেছেন...
অকল্যান্ড: নিউজিল্যান্ড সফররত পাকিস্তান ক্রিকেট দলের আরও এক জন সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এর ফলে পাক শিবিরে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত।
করোনা-আতঙ্ক থেকে মুক্তি পেয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের একের পর এক সদস্যের করোনা ধরা পড়ায় উদ্বেগ বেড়েছে কেন উইলিয়ামসনদের দেশে।
গত মঙ্গলবার নিউজিল্যান্ডে পৌঁছেছে পাক ক্রিকেট দল। নিয়মমতো পাক ক্রিকেটারদের ১৪ দিনের আইসোলেশনে থাকতে হচ্ছে। ৫৩ সদস্যের ওই পাক দলের ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
নিয়ম অনুযায়ী, আইসোলেশনে থাকার তৃতীয় দিনে পুনরায় সকলের কোভিড পরীক্ষা হয়। ওই পরীক্ষায় আরও এক জন ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য দফতর তরফে জানানো হয়েছে, আইসোলেশনে থাকা ব্যক্তিদের তৃতীয় এবং দ্বাদশ দিনে করোনা-পরীক্ষা করা হয়। তৃতীয় দিনের করোনা পরীক্ষায় এক পাক ক্রিকেটারের সংক্রমণের কথা জানা গিয়েছে।
ওই ক্রিকেটারের নাম গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য দফতর। ওই সিদ্ধান্তকে সমর্থন করে পাক ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার অভিযোগ উঠেছিল, কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার জৈব সুরক্ষাবিধি লঙ্ঘন করেছেন। এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।