ODI World Cup 2023: একের পর এক নজির গোটা টুর্নামেন্টে, বিশ্বকাপ শেষে চোখ বুলিয়ে নিন রেকর্ডবুকে
ICC World Cup 2023 Record: বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত হোক বা দলগত প্রচুর রেকর্ড এবার তৈরি হয়েছে। বিরাট কোহলি সর্বাধিক ওয়ান ডে শতরানের সিংহাসনে বসেছেন সচিন তেন্ডুলকরকে টেক্কা দিয়ে।
মুম্বই: ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য আরও একটা স্বপ্নভঙ্গের বিশ্বকাপ। কিন্তু ভারতের মাটিতে আয়োজিত হওয়া ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে (2023 World Cup) একাধিক নতুন রেকর্ড তৈরি হয়েছে। ভেঙেছে একাধিক রেকর্ড। ফাইনালে অস্ট্রেলিয়া ভারতকে ৬ উইকেটে হারিয়ে খেতাব জিতে নেয়। তবে গোটা টুর্নামেন্টে একাধিক ম্যাচ যেমন খেলা হয়েছে। তেমনই কী কী রেকর্ড হয়েছে, দেখে নেওয়া যাক -
ষষ্ঠবারের জন্য অস্ট্রেলিয়ার ওয়ান ডে বিশ্বকাপ জয়
প্রথমবার ১৯৮৭ সালে অ্য়ালান বর্ডারের নেতৃত্বে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এরপর ১৯৯৯ সালে স্টিভ ওয়ার নেতৃত্বে দ্বিতীয়বার। এরপর ২০০৩, ২০০৭ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে পরপর ২ বার বিশ্বচ্যাম্পিয়ন হয় অজিরা। ২০১৫ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে ঘরের মাঠে খেতাব জেতে অজিরা। আর এবার প্যাট কামিন্সের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের হেক্সা অস্ট্রেলিয়া শিবিরের।
ফাইনালে রান তাড়া করতে নেমে দ্বিতীয় সেঞ্চুরি করা ব্যাটার হেড
ভারতের বিরুদ্ধে ফাইনালে ১৩৭ রানের জয়সূচক ইনিংস খেলেছিলেন ট্রাভিস হেড। তিনি ছাড়া এই তালিকায় রয়েছেন আর অরবিন্দ ডি সিলভা। তিনি ছিয়ানব্বইয়ের ফাইনালে অপরাজিত ১০৭ রান করে দলকে জিতিয়েছিলেন সেবার।
বিশ্বকাপের এক মরসুমে সর্বাধির রান বিরাটের
২০০৩ সালে বিশ্বকাপে মোট ৬৭৩ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। সেটিই ছিল এতদিন পর্যন্ত এক বিশ্বকাপ মরসুমে সর্বাধিক রান কোনও ব্যাটারের। তবে এবারের ওয়ান ডে বিশ্বকাপে তাঁকে টেক্কা দিয়ে দিলেন বিরাট কোহলি। ৯৫-র ওপর গড়ে ব্যাটিং করেছেন বিরাট।
সর্বাধিক ওয়ান ডে সেঞ্চুর কোহলির
সচিন তেন্ডুলকরকেই নিজের আইডল মানতেন। এবার সেই সচিনকেই টেক্কা দিয়ে ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক শতরানের মালিক হয়ে গেলেন বিরাট কোহলি। সচিনের ঝুলিতে ৪৯টি শতরান। অন্যদিকে বিরাটের ঝুলিতে এই মুহূর্তে ৫০টি শতরান। বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ সেঞ্চুরির মালিক হলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
বিশ্বকাপের এক মরসুমে এক ইনিংসে কোনও দলের সর্বোচ্চ রান
শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান বোর্ডে তুলে নিয়েছিল বিশ্বকাপের মঞ্চে। সেই ম্যাচেই ডি কক, ভ্যান ডার ডুসেন ও মারক্রাম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। গোটা বিশ্বকাপ জুড়ে মোট ৯টি শতরান হাঁকিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। ডি ককের একার ঝুলিতেই রয়েছে চারটি শতরান।
এছাড়াও এক মরসুমে বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেটের মালিক হয়েছেন মহম্মদ শামি।
বিশ্বকাপের মঞ্চে দ্রুততম ৫০ উইকেটের মালিক শামি। মাত্র ১৭ ইনিংসে এই কৃতিত্বের মালিক হয়েছিলেন ভারতীয় পেসার
চলতি বিশ্বকাপে একটি শতরান এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে। তিনিই এই মুহূর্তে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ৭ সেঞ্চুরির মালিক।