এক্সপ্লোর
Year ender 2024: মনু ভাকের থেকে ইয়ামাল, ২০২৪ সালেই নজর কেড়েছেন এই তরুণ তুর্কিরা
Manu Bhaker: প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতে প্যারিসে ইতিহাস গড়েন মনু ভাকের।
অলিম্পিক্সে অনন্য কৃতিত্ব গড়েন মনু (ছবি: পিটিআই)
1/10

এই বছরে সম্ভবত ভারতের সফলতম ক্রীড়াবিদ মনু ভাকের। এর আগে কেউ কোনদিন যা করে দেখাননি, ঠিক সেটাই করে দেখান মনু। তাও আবার প্যারিস অলিম্পিক্সে।
2/10

মহিলাদের ১০ মিটার ও মিক্সড দলের ১০ মিটার এয়ার পিস্তলে জোড়া পদক আসে তাঁর ঝুলিতে। স্বাধীন ভারতের প্রথম অলিম্পিয়ান হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জেতেন মনু।
Published at : 20 Dec 2024 03:41 PM (IST)
আরও দেখুন






















