এক্সপ্লোর
Advertisement
হাঁটুর চোট, টি-২০ সিরিজের বাইরে ডিভিলিয়ার্স
জোহানেসবার্গ: হাঁটুর চোটের জন্য ভারতের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। আজ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে খেলছেন না তিনি। বাকি দু’টি ম্যাচেও তিনি খেলতে পারবেন না বলে জানা গিয়েছে।
দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মহম্মদ মুসাজি জানিয়েছেন, ‘একদিনের সিরিজের পঞ্চম ম্যাচের আগের দিন বাঁ হাঁটুতে চোট পান ডিভিলিয়ার্স। তবে চোট নিয়েই তিনি পঞ্চম ও ষষ্ঠ একদিনের ম্যাচে খেলেন। তারপর চোট বাড়ায় গতকাল অনুশীলন করতে পারেননি ডিভিলিয়ার্স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ মার্চ থেকে চার টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে চলতি টি-২০ সিরিজে খেলবেন না ডিভিলিয়ার্স।’
এর আগে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন ডিভিলিয়ার্স। এর ফলে তিনি প্রথম তিনটি একদিনের ম্যাচে খেলতে পারেননি। ফের চোট পেয়ে দলের বাইরে চলে গেলেন তিনি। ফাফ দু প্লেসি ও কুইন্টন ডি ককও আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement