Sourav Ganguly Exclusive: সৌরভের উদ্যোগে দুঃস্থদের করোনার ভ্যাকসিন
করোনার বিরুদ্ধে যুদ্ধে আগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন তিনি।
কলকাতা: মাঠে তিনি অধিনায়ক হিসাবে সামনে থেকে জাতীয় দলকে নেতৃত্ব দিতেন। যে দাপটের সামনে থমকে গিয়েছিল স্টিভ ওয়-র দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার জয়রথও। তবে এবার মাঠের বাইরে লড়াই ভীষণ কঠিন। প্রতিপক্ষ যে প্রাণঘাতী করোনা! তাই ফের সামনে থেকে লড়াইয়ে নেতৃত্ব দিতে ময়দানে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের উদ্যোগে এবার কলকাতার দুঃস্থ মানুষদের দেওয়া হবে করোনার ভ্যাকসিন। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে। আগামী ১৩ জুন, রবিবার দেড়শো মানুষকে করোনার টিকা দেওয়া হবে।
সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মার্চ-এপ্রিল মাস থেকেই এই উদ্যোগ নেওয়ার কথা ভাবছিলেন তিনি। অবশেষে সেটা বাস্তবায়িত হওয়ার মুখে। বুধবার সকালে তিনি দুবাই উড়ে গিয়েছেন। করোনার ধাক্কায় চতুর্দশ আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্টের বাকি ৩১ ম্য়াচ করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই আয়োজন খতিয়ে দেখতেই দিন চারেকের জন্য মরুদেশে গিয়েছেন সৌরভ। রবিবার তাঁর কলকাতায় ফেরার কথা। তার পরের রবিবার অর্থাৎ ১৩ জুন দেড়শোজনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম সহকারী তানিয়া ভট্টাচার্য এবিপি লাইভ-কে বললেন, 'বুধবার দাদা দুবাই গিয়েছেন। আমরা মঙ্গলবারই সব কিছু চূড়ান্ত করে অ্যাপোলো হাসপাতালের সঙ্গে কথা বলেছি। আজ হাসপাতাল থেকে কনফার্মেশন পেলাম। দুঃস্থদের পাশাপাশি যাঁদের কোমর্বিডিটি রয়েছে, সেরকম মানুষদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।'
সৌরভের এই উদ্যোগে সামিল হয়েছেন তাঁর বন্ধু তথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাসও। সৌরভের বাড়ি বেহালার বীরেন রায় রোডে। জানা গেল, প্রাথমিকভাবে বেহালা অঞ্চলের দেড়শো দুঃস্থ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাড়ির পাশেই সৌরভের অফিস। সেখানকার একটি ফ্লোর করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য বরাদ্দ করা হচ্ছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। বাংলাতেও বহু মানুষ সংক্রমিত। তাই ভিড় এড়িয়ে এবং সমস্তরকম করোনাবিধি মেনে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে চান সৌরভ। যাতে বিশৃঙ্খলা না হয়, সেই কারণে আগে থেকে দেড়শোজনকে বাছাই করে ফর্ম ফিল আপ করানো হবে। যাতে টিকাকরণের দিন অতিরিক্ত ভিড় না হয়। সৌরভের অফিসের প্রতিনিধিরা ঘুরে ঘুরে সেই ফর্ম বিলি করে টিকাকরণের ব্যবস্থা করবেন। প্রথম পর্বে দেড়শোজনকে টিকা দেওয়া হবে। তারপর টিকা পাবেন আরও মানুষ। সমস্ত খরচই করবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভ জানিয়েছেন, অতিমারি মোকাবিলায় সকলে যাতে টিকা পান, সেটা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।
করোনার বিরুদ্ধে যুদ্ধে আগেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন তিনি। তাঁর কেনা অক্সিজেন কনসেনট্রেটর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। করোনা পরিস্থিতির ভয়াবহতার কতা মাথায় রেখে যত বেশি সম্ভব হাসপাতাল ও সংগঠনের হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হচ্ছে।
সৌরভের নিজের কোমর্বিটি রয়েছে। মাসকয়েক আগে তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছিল এবং স্টেন্টিংও হয়। বর্তমানে ভয়াবহ করোনা পরিস্থিতিতে তিনি নিজে সব জায়গায় যেতে পারছেন না। তাই সাহায্য সমেত তাঁর টিমকে পাঠিয়ে দিচ্ছেন। তবে টিকাকরণ কর্মসূচি যেহেতু তাঁর অফিসের নীচেই হবে, তাই তিনিও থাকবেন।