Snehasish on Wriddhiman: দলের ভেতরের কথা প্রকাশ করে ঠিক করেনি, ঋদ্ধিমানের রঞ্জি খেলা উচিত, বলছেন স্নেহাশিস
Wriddhiman Issue: রাজ্যের কোনও ক্রিকেটার বাদ পড়লে রাজ্য সংস্থা থেকে প্রশ্ন তোলা বা সেই ক্রিকেটারের পাশে দাঁড়ানোর নজির ভারতীয় ক্রিকেটে একাধিক রয়েছে। স্নেহাশিস বললেন, 'বোর্ডের সঙ্গে কি ঝগড়া করব?'
![Snehasish on Wriddhiman: দলের ভেতরের কথা প্রকাশ করে ঠিক করেনি, ঋদ্ধিমানের রঞ্জি খেলা উচিত, বলছেন স্নেহাশিস ABP Exclusive: Wriddhiman shouldn't have revealed closed door matters publicly, says BCCI President Sourav Ganguly's brother cum CAB Secretary Snehasish Snehasish on Wriddhiman: দলের ভেতরের কথা প্রকাশ করে ঠিক করেনি, ঋদ্ধিমানের রঞ্জি খেলা উচিত, বলছেন স্নেহাশিস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/20/93f1c166c8634d127d41a12a52f3d0d3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ঋদ্ধিমান সাহা (Wridhhiman Saha) বিতর্কে তোলপাড় ভারতীয় ক্রিকেট। বাংলার উইকেটকিপার-ব্যাটারকে জাতীয় টেস্ট দল থেকে ছেঁটে ফেলার পর প্রধান নির্বাচক চেতন শর্মা (Chetan Sharma) জানিয়েছেন, তাঁকে রঞ্জি খেলতে বলা হয়েছে। যদিও ঋদ্ধি জানিয়েছেন যে, তাঁকে জাতীয় দল থেকে বলেই দেওয়া হয়েছে যে, তাঁকে আর ভবিষ্যতের জন্য ভাবা হচ্ছে না। তিনি এ-ও জানিয়েছেন যে, কানপুর টেস্টে লড়াকু হাফসেঞ্চুরির পর তাঁকে মেসেজ করেছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন নিশ্চিন্তে খেলতে পারবেন।
রবিবার সিএবি সচিব তথা সৌরভের দাদা স্নেহাশিস (Snehasish Ganguly) অবশ্য ঋদ্ধির সমালোচনাই করলেন। বললেন, 'দলের অভ্যন্তরীণ বিষয় প্রকাশ করে ঠিক করেনি। সব কিছুরই একটা নিয়ম থাকে।' সেই সঙ্গে ঋদ্ধির রঞ্জি ট্রফি না খেলার সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস। বলেছেন, 'আমার মনে হয় ওর রঞ্জি ট্রফি খেলা উচিত।'
যদিও তাঁর কাছে কিছু প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি। সিএবি সচিবকে প্রশ্ন করা হয়েছিল, চূড়ান্ত ফিট থাকার পাশাপাশি পারফর্ম করা সত্ত্বেও যেভাবে জাতীয় টেস্ট দল থেকে ঋদ্ধিকে ছেঁটে ফেলা হল, তা নিয়ে সিএবি-র কী অবস্থান? বিশেষ করে যেখানে নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা নিজেও জানিয়েছেন যে, বয়স বা পারফরম্যান্স ঋদ্ধির বাদ পড়ার কারণ নয়। স্নেহাশিস বললেন, 'এটা বোর্ড ও নির্বাচকদের ব্যাপার। রাজ্য সংস্থা কী বলতে পারে!'
তাঁকে মনে করিয়ে দেওয়া গেল যে, রাজ্যের কোনও ক্রিকেটার জাতীয় দল থেকে বাদ পড়লে রাজ্য সংস্থা থেকে প্রশ্ন তোলা বা সেই ক্রিকেটারের পাশে দাঁড়ানোর নজির ভারতীয় ক্রিকেটে একাধিক রয়েছে। স্নেহাশিস বললেন, 'বোর্ডের সঙ্গে কি ঝগড়া করব?'
ঋদ্ধির রঞ্জি না খেলা নিয়েও যেন বিরক্তি সিএবি সচিবের গলায়। বললেন, 'ওকে যখন প্রথম জিজ্ঞেস করা হয়েছিল রঞ্জি খেলবে কি না, হ্যাঁ বা না কিছুই বলেনি। পরে বাংলার প্রধান নির্বাচক শুভময় দাসকে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছিল ঋদ্ধির সঙ্গে। তখন ঋদ্ধি জানায় ব্যক্তিগত কারণে ও খেলবে না।' স্নেহাশিস যোগ করেন, 'রঞ্জি খেলে দুটো সেঞ্চুরি করলে কে বলতে পারে ঋদ্ধিকে টেস্ট দলে ফেরানো হল না!' কিন্তু ঋদ্ধিকে যে বলেই দেওয়া হয়েছে তাঁর কথা জাতীয় দলে আর ভাবা হবে না, তারপর আর কোনও ক্রিকেটারের মনোবল থাকে কীভাবে? স্নেহাশিসের যুক্তি, 'জাতীয় দল থেকে বাদ পড়েও রাজ্য দলে খেলার অনেক নজির রয়েছে।'
ঋদ্ধির পরিবর্তে বাংলা দলে সুযোগ পেয়েই ম্যাচ জেতানো উইকেটকিপার অভিষেক পোড়েলকে নিয়ে উচ্ছ্বসিত স্নেহাশিস। বলছেন, 'ও লম্বা দৌড়ের ঘোড়া।' কিন্তু ঋদ্ধি ফিরতে চাইলে? স্নেহাশিস বলছেন, 'সেটা বাংলার নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। তবে ঋদ্ধির মতো ক্রিকেটার খেলতে চাইলে তো ভালই।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)