এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানে এশিয়া কাপ নিয়ে আগামী মাসে বৈঠক
বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল।
নয়াদিল্লি: পাকিস্তানে এশিয়া কাপ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী মাসে বৈঠকে বসতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এক আধিকারিক জানিয়েছেন, ‘এ বছরের এশিয়া কাপ আয়োজন নিয়ে ফেব্রুয়ারিতে বৈঠক করবে এসিসি। এ বছর এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তাই এই প্রতিযোগিতা আয়োজন করতে চায় কি না, সে বিষয়ে পাকিস্তানকেই সিদ্ধান্ত নিতে হবে।’
বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল। অন্য কোনও দেশে খেলা হলে তবেই দল পাঠানো হবে। ফলে এশিয়া কাপ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ভারতের আপত্তিকে প্রাধান্য দিয়ে কি এশিয়া কাপ পাকিস্তান থেকে অন্য কোনও দেশে সরিয়ে দেওয়া হবে, না ভারতকে ছাড়াই এই প্রতিযোগিতা হবে, সে বিষয়ে প্রশ্নের জবাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওই আধিকারিক জানিয়েছেন, ‘এটা ভারত-পাকিস্তানের বিষয়। আমি এ ব্যাপারে কোনও মন্তব্য করতে পারব না।’ ফলে এশিয়া কাপ কোথায় হবে, সে বিষয়ে ধোঁয়াশা অব্যাহত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement