এক্সপ্লোর
Advertisement
১৫ বছর পর যুব হকি বিশ্বকাপ জয় ভারতের, সৌজন্যে বাংলার ছেলে মনোবিদ মৃণাল চক্রবর্তী
কলকাতা: ১৫ বছর পর যুব হকি বিশ্বকাপ জয় ভারতের৷ এই কীর্তির পেছনে রয়েছে এক বঙ্গতনয়ের বিরাট ভূমিকা৷ তিনি মনোবিদ মৃণাল চক্রবর্তী৷ গত আড়াই বছর ধরে জুনিয়র হকি দলের সঙ্গে কাজ করছেন মনোবিদ মৃণাল৷ এই সাফল্যের পর এখন বঙ্গ মনোবিদের দ্বারস্থ ফুটবলার থেকে বক্সার-শ্যুটাররা৷
নো প্রেসার, নো ডায়মণ্ড৷ লক্ষ্ণৌয়ে প্রায় ৩০ হাজার দর্শকের সামনে যুব হকি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামার আগে এই টোটকাই গুরজন্ত, সিমরনজিতদের দিয়েছিলেন তিনি৷ ফল, গত রবিবার বেলজিয়ামকে হারিয়ে ১৫ বছর পর হকিতে যুববিশ্বকাপ জয় ভারতের৷ ভারতীয় যুব হকি দল যাঁর কথায় উদ্বুদ্ধ হয়েছে বারবার, তিনি মৃণাল চক্রবর্তী৷ এই বাঙালি মনোবিদই ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের একমাত্র বাংলার প্রতিনিধি৷ ২৫ বছর ধরে খেলেছেন হকি৷
লন্ডন থেকে ক্রীড়ামনস্তত্ত্বের নতুন পাঠ এনএলপি শিখে বঙ্গ মনোবিদ কাজ করেছেন ভারতীয় মহিলা ফুটবল দল থেকে শ্যুটার-বক্সারদের সঙ্গে৷ গত আড়াই বছর ধরে এই জুনিয়র হকি দলের মনোবিদের দায়িত্বে মনোবিদ মৃণাল৷ কলকাতায় এসে মৃণালের দাবি, হকি খেলার অভিজ্ঞতার সঙ্গে মনস্তাত্ত্বিক ভাবনার মিশ্রণই সাফল্যের অন্যতম কারণ৷
ফুটবলার প্রীতম কোটাল থেকে অ্যাথলিট শ্রাবণী নন্দা৷ ব্যক্তিগত অনেক অ্যাথলিটই এখন মাঝেমধ্যে শরণাপন্ন হন মনোবিদ মৃণাল চক্রবর্তীর৷ নিজেকে মনোবিদ নয়, পছন্দ করেন মেন্টাল টাফনেস ট্রেনার বলতে৷ বিশ্বচ্যাম্পিয়ন দলে বাংলার একমাত্র প্রতিনিধির এবার লক্ষ্য, ভারতীয় হকির যুব তারকাদের মনস্তাত্ত্বিক চাপ কাটানোর নতুন ভাবনার আমদানি করা৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement