Ajinkya Rahane Becomes Father: পুত্রসন্তানের বাবা হলেন রাহানে, সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর
Rahane: সারা দেশ যখন দুর্গাপুজো ও দশেরার আনন্দে মাতোয়ারা, তখন রাহানে পরিবারে এল নতুন অতিথি।
মুম্বই: সারা দেশ যখন দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো ও দশেরার আনন্দে মাতোয়ারা, তখন রাহানে পরিবারে এল নতুন অতিথি। পুত্রসন্তানের বাবা হলেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুধবার নিজেই সুখবর দিলেন মুম্বইয়ের তারকা। সঙ্গে তিনি জানালেন, মা ও সদ্যোজাত, দুজনই সুস্থ রয়েছে।
ছেলেবেলার প্রেম যে পূর্ণতা পায়, তার অন্যতম উদাহরণ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। একসঙ্গে আট বছর কাটিয়ে ফেলেছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) ও তাঁর স্ত্রী রাধিকা ধোপাভকর (Radhika Dhopavkar)। বিয়ের পর আট বছর একসঙ্গে কাটিয়েছেন রাধিকা-রাহানে। তাঁরা একে অপরকে চিনতেন তারও আগে থেকে। কিছুদিন আগে ইন্সটাগ্রাম পোস্টে রাধিকা লিখেছিলেন, "আমাদের একসঙ্গে পথ চলার ৮ বছর অজিঙ্কা। আমি তোমাকে তখন থেকে চিনতাম যখন আমার বয়স ১০-১১ বছর। আমার সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্নেও আমি কখনও কল্পনাও করিনি যে, আমরা একদিন বিয়ে করব! কিন্তু আমার মনে হয়, কিছু জিনিস এমনিই হয়ে যায়!"
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন রাহানে। বুধবার কেকেআরের তরফে মজার ট্যুইট করা হয়। রাহানেকে অভিনন্দন জানানোর পাশাপাশি লেখা হয়, পিঠে রাহানে লেখা ছোট্ট একটা জার্সি তৈরি করা হচ্ছে। রাহানেকে অভিনন্দন জানিয়েছেন চেতেশ্বর পূজারা থেকে শুরু করে রবিন উথাপ্পা, ক্রিকেটীয় জগতের অনেকেই।
View this post on Instagram
২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর গাঁটছড়া বাঁধেন রাহানে ও রাধিকা। ২০১৯ সালের অক্টোবরে তাঁদের প্রথম সন্তান আর্যার জন্ম।