Kylian Mbappe: এবার রোনাল্ডো, বেঞ্জেমাদের অনুসরণ করে সৌদির পথে কিলিয়ান এমবাপেও?
Paris Saint-Germain: কিলিয়ান এমবাপের সঙ্গে পিএসজির আর মাত্র এক বছরের চুক্তি বাকি রয়েছে।
নয়াদিল্লি: নতুন মরশুমে ইতিমধ্যেই একগুচ্ছ তারকা ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন। করিম বেঞ্জেমা, রবার্তো ফির্মিনো, এনগোলো কন্তের মতো মহাতারকারা ইতিমধ্যেই সৌদির একাধিক ক্লাবের হয়ে সই করেছেন। আসন্ন মরশুমে কিলিয়ান এমবাপেরও (Kylian Mbappe) গন্তব্য হতে পারে সৌদির প্রো লিগ।
কিলিয়ান এমবাপের সঙ্গে প্যারিস সঁ জরমের (Paris Saint-Germain) সম্পর্কের তিক্ততা ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। এমবাপের সঙ্গে পিএসজির আর এক বছরের চুক্তি বাকি রয়েছে। পিএসজি এমবাপের চুক্তি বাড়াতে আগ্রহী হলেও, ফরাসি তারকা চুক্তি বাড়াতে আগ্রহী নন। বরং তিনি নিজের চুক্তি পূরণ করে পরের বছরই ক্লাব ছাড়তে আগ্রহী। পিএসজি আবার দলের মহাতারকাকে কোনওভাবেই ফ্রিতে ক্লাব ছাড়তে দিতে আগ্রহী নয়। সেই কারণেই তাঁরা এমবাপেকে ট্রান্সফার লিস্টও করে দিয়েছেন বলে খবর। এই নিয়েই ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে টানাপোড়েন অব্যাহত।
এরই মাঝে এমবাপেকে দলে নেওয়ার জন্য মরিয়া সৌদি আরবের ক্লাব আল হিলাল (Al Hilal)। খবর অনুযায়ী, এমবাপের সঙ্গে চুক্তি সংক্রান্ত কথা বলতে আগ্রহী আল হিলাল। সেই কারণেই আল হিলালের তরফে প্রাথমিকভাবে ৩০০ মিলিয়ন ইউরোর মৌখিক প্রস্তাবও নাকি পিএসজিকে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। যদি এই চুক্তি মেনে নেওয়া হয়, তাহলে তা কোনও ফুটবলারের জন্য বিশ্বের সর্বকালের সর্বোচ্চ ট্রান্সফার ফি হবে। এমবাপেকে রেকর্ড বেতন দিতেও রাজি আল হিলাল।
পিএসজি কর্তৃপক্ষ না কি মনে করছেন এমবাপে ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের সঙ্গে মৌখিকভাবে চুক্তি সেরে ফেলেছেন। পরের বছর ফ্রি ট্রান্সফার হিসাবে লস ব্লাঙ্কোসেই যোগদান করতে চলেছেন তিনি। সেক্ষেত্রেও না কি আল হিলালের সমস্যা নেই। তারা এক বছরের জন্য হলেও, এমবাপেকে তাঁদের ক্লাবের জার্সিতে খেলাতে আগ্রহী। তবে আল হিলাল পুরো বিষয়টা নিয়ে আগ্রহী হলেও, এমবাপেকে নাকি এশিয়া নয়, ইউরোপেই খেলা চালিয়ে যেতে আগ্রহী। তাঁর সঙ্গে সৌদির ক্লাবের কোনওরকম কথাবার্তাও শুরু হয়নি।
ইতিমধ্যেই আসন্ন মরশুমের জন্য সার্জ মিলেনকোভিচ স্যাভিচ, কালিদিও কুলিবালি, রুবেন নেভেসের মতো ইউরোপের চেনা জানা তারকাদের সই করিয়েছে আল হিলাল। এবার তাঁদের পাশে এমবাপেকে আসন্ন মরশুমে খেলতে দেখা যায় না কি, সেটা সময়ই বলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: হরমনপ্রীতের আচরণে ক্ষুব্ধ বিশ্বজয়ী ভারতীয় তারকা, বোর্ডের কাছে কঠিন শাস্তির দাবি