এক্সপ্লোর
Advertisement
একদিনের ম্যাচে পাঁচ উইকেট: সচিন, কুম্বলের রেকর্ড স্পর্শ করলেন অমিত মিশ্র
ধর্মশালা: একদিনের ক্রিকেটে বল হাতে ভারতের ম্যাচ উইকেট হয়ে ওঠা অমিত মিশ্র অসাধারণ একটি নজির গড়ে ফেললেন। শনিবার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ভারতের বর্তমান কোচ অনিল কুম্বলে এবং কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে একাসনে বসে পড়লেন অমিত। একদিনের ক্রিকেটে কুম্বলে ও সচিন দু বার পাঁচ উইকেট নিয়েছিলেন। তাঁরা যথাক্রমে ২৬৩ ও ২৭০ ম্যাচে এই নজির গড়েছিলেন। মাত্র ৩৫ ম্যাচ খেলেই সেই কৃতিত্ব অর্জন করলেন অমিত।
শনিবার সিরিজ নির্ণায়ক ম্যাচে বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন অমিত। তাঁর লেগস্পিনের ঘূর্ণিতে কুপোকাত হয়ে যান কিউয়ি ব্যাটসম্যানরা। মাত্র ১৮ রান দিয়ে পাঁচ উইকেট নেন অমিত। তাঁর দাপটে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ১৯০ রানে ম্যাচ জিতে ৩-২ ফলে সিরিজ দখল করে ভারত।
এই সিরিজে ধারাবাহিকভাবে ভাল বল করেছেন অমিত। ১৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ভারতের এই লেগস্পিনার। তাঁর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল শেন ওয়ার্ন, ড্যারেন গফ ও সুনীল নারিনের দখলে। তাঁরা তিনজনই ১৩ উইকেট নেন। এই সিরিজে তাঁদের টপকে গেলেন অমিত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement