এক্সপ্লোর
নাইট রাইডার্সের জয়ের পর রাসেলের চোখে জল চলে এসেছিল, জানালেন শাহরুখ

নয়াদিল্লি: ইডেন গার্ডেনে গতকাল রবিবার অপরাজিত ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় এনে দিয়েছেন অ্যান্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার তাঁর ১৯ বলের ইনিংসে মেরেছেন চারটি বাউন্ডারি ও সমসংখ্যক ওভার বাউন্ডারি। নাইটদের রান তাড়ার সময় তাঁর এই ইনিংস দলের সমর্থকদের ইনিংসের শেষ পর্য্ন্ত রোমাঞ্চিত করে রাখে। তরুণ ব্যাটসম্যান শুবমন গিল ছক্কা মেরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। রাসেলের ওই ইনিংস ছাড়া হায়দরাবাদের মতো শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে চ্যালেঞ্জিং টার্গেট নাইট ব্রিগেডের সফলভাবে তাড়া করার কাজটা কার্যত অসম্ভব ছিল বলে মনে করছেন অনেকেই। ম্যাচের পর কেকেআর-এর অন্যতম মালিক শাহরুখ খান জানিয়েছেন, দলের জয়ের পর কাঁদতে চেয়েছিলেন ‘বিগ বয়’ রাসেল। ঘরের মাঠে বিপুল সমর্থনের জন্য সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন বলিউড তারকা। ট্যুইট করে শাহরুখ জানিয়েছেন, ‘রাসেল আমাকে বলে যে, দর্শকদের সমর্থনে আবেগাপ্লুত হয়ে ওর চোখে জল চলে এসেছিল। কিন্তু সঙ্গে সঙ্গে চোখের জল মুখে নিজেকে বলেছিল, বিগ ম্যান্স ডোন্ট ক্রাই ইন পাবলিক (বড়সড় মানুষরা প্রকাশ্যে কাঁদে না)’। শাহরুখ তাঁর ট্যুইটে নীতীশ রানা, রবিন উথাপ্পা ও শুবমান গিল সহ পুরো দলের প্রশংসাও করেছেন।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ডেভিড ওয়ার্নারের ৫৩ বলে ৮৫ রানে ভর করে ৩ উইকেটে ১৮১ রান করে। নাইটরা দুই বল বাকি থাকতেই জয়ের লক্ষ্য পৌঁছে যায়।@Russell12A said to me that he was so overwhelmed with the welcome fans gave him, that he wanted to cry. Then decided big boys don’t cry in public. @NitishRana_27 @robbieuthappa & @RealShubmanGill & the whole team plays for You Kolkata. Thk u for the Love.
— Shah Rukh Khan (@iamsrk) March 24, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















