Virat And Anushka: স্কুটি চালাচ্ছেন বিরাট, পেছনে অনুষ্কা, কোথায় চললেন?
Virat And Anushka Update: বিরাট পরেছিলেন সবুজ রংয়ের টি-শার্ট ও কালো প্যান্ড। অন্যদিকে বলি কুইন অনুষ্কার পরনে ছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ড।
মুম্বই: জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলছেন না। আসন্ন এশিয়া কাপ (Asia Cup) আগে মাঠে দেখা যাবে না তাঁকে আর। কিন্তু এবার আচমকাই রাস্তায় দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)। তাও আবার স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে। চারচাকা নয়, ২ চাকায় সওয়ার হলেন স্বামী স্ত্রী। স্কুটিতে চেপে মুম্বইয়ের রাস্তায় ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) হট কাপল। যা পাপারাৎজিদের নজর এড়ায়নি।
বিরুষ্কা স্কুটিতে সওয়ারি
মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন তারকা দম্পতি। বিরাট পরেছিলেন সবুজ রংয়ের টি-শার্ট ও কালো প্যান্ড। অন্যদিকে বলি কুইন অনুষ্কার পরনে ছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ড। স্কুটিতে বিরাটকে জড়িয়ে ধরে রয়েছেন। এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই।
View this post on Instagram
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা একটি বিজ্ঞাপন ফটোশুটের জন্য একটি স্টুডিওতে পৌঁছেছিলেন। মুম্বইয়ে বর্ষাকাল এই মুহূর্তে। নিজেদের সঙ্গে ছাতাও নিয়েছিলেন তাঁরা। তবে তারকা দম্পতি ভেবেছিলেন যে তাঁদের চেনা যাবে না। কিন্তু কালো হেলমেটের ফাঁক দিয়েই তাঁদের চিনে ফেলেন অনেকেই। মুহূর্তে সেই ছবি তুলে ও ভিডিও তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া হয়।
এশিয়া কাপে বিরাটের পরীক্ষা
সাম্প্রতিক ফর্ম একদমই ভাল নয়। এই পরিস্থিতিতে বিরাট কোহলির জন্য এশিয়া কাপ অগ্নিপরীক্ষা হতে চলেছে।আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। আর আগামী ২৮ অগাস্ট পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করত চলেছেন বিরাটরা।