এক্সপ্লোর
আইপিএলে খেলব না, এটা মেনে নেওয়া খুবই কঠিন, কিন্তু এটাই বাস্তব, বললেন মনোজ
মনোজ বলেছেন, আত্মবিশ্বাসই আমার শক্তি, তা আমি শূন্য বা সেঞ্চুরি করি। আমি সবসময়ই আমার দক্ষতা ও কঠিন পরিশ্রমে বিশ্বাস করি।
কল্যাণী: রঞ্জি ট্রফির গ্রুপ এ-র ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত ট্রিপল সেঞ্চুরি করে ফের প্রচারের আলোয় বাংলার ব্যাটসম্যান মনোজ তিওয়ারির। ৪১৪ বলে ৭৩.১৯ স্ট্রাইক রেটে মনোজ খেললেন ৩০৩ রানের ম্যারাথন ইনিংস। জাতীয় দলে প্রত্যাবর্তণের কোনও পরিকল্পনা রয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে মনোজ বলেছেন, এই পর্যায়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন খুবই কঠিন। কিন্তু কোনও কিছুই অসম্ভব নয়।
মনোজ বলেছেন, আত্মবিশ্বাসই আমার শক্তি, তা আমি শূন্য বা সেঞ্চুরি করি। আমি সবসময়ই আমার দক্ষতা ও কঠিন পরিশ্রমে বিশ্বাস করি।
মনোজ শেষবার ২০১৫-তে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলেছিলেন।
বাংলার প্রাক্তন অধিনায়ক বলেছেন, আমি আমার কোচ মানবেন্দ্র ঘোষকে ধন্যবাদ জানাতে চাই। আরও ভালো ব্যাটিং করার ক্ষেত্রে তিনি আমাকে সাহায্য করেছেন। নিজের দক্ষতার ওপর আস্থা থাকলে তা আত্মবিশ্বাস যোগায়। আগামী দিনে কী হবে তা কেউ জানে না। এই মুহূর্তে ভারতীয় দল যে অবস্থায় রয়েছে, তাতে প্রত্যাবর্তন কঠিন। কিন্তু কী হবে তা, কেউ জানে না।
মনোজ বলেছেন, আমি আইপিএল আবার খেলব না, এটা মেনে নেওয়া খুবই কঠিন ছিল। কিন্তু এটাই বাস্তব। ম্যানেজমেন্ট হয়তো মনে করেছে আমার কাছ থেকে ওরা যা চাইছে তা পাবে না। এত তরুণ ক্রিকেটাররা আইপিএলে খেলছে, আম আমি বসে রয়েছি এবং খেলা দেখছি, এটা খুবই খারাপ লাগার বিষয়। কখনও কখনও মনে হয়, ওই ধরনের শট তো আমিও খেলতে পারতাম।
ভারতীয় দলের হয়ে তাঁর একমাত্র শতরানকে সবচেয়ে বেশি স্পেশ্যাল মনে করেন মনোজ। একইসঙ্গে বলেছেন, এই ইনিংসটা তার পরেই থাকবে।
বাংলার কোচ অরুণলালও মনোজের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ওর ভারতীয় দলের হয়ে আরও বেশি খেলা উচিত ছিল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement