Lionel Messi: নজির গড়ে টেক্কা পেলেকে, আর্জেন্তিনার জার্সিতে প্রথমবার এক ম্যাচে ৫ গোল মেসির
Lionel Messi Record: নিজের কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার এক ম্যাচে ৫ গোল একাই করলেন মেসি। তবে দেশের জার্সিতে এই প্রথমবার। এর আগে ক্লাবের জার্সিতে বার্সার হয়ে এক ম্যাচে ৫ গোল করেছিলেন মেসি।
বুয়েনস আইরেস: দেশের জার্সিতে নয়া কীর্তি মেসির। আর্জেন্তিনার হয়ে প্রথমবার করলেন পাঁচ গোল। ফ্রেন্ডলি ম্যাচে এস্তোনিয়ার বিরুদ্ধে মেসি ঝড়ে আর্জেন্তিনার ৫-০ গোলে জয়। সেইসঙ্গে, আন্তর্জাতিক ফুটবলে কিংবদন্তি পেলে-কে টপকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে এবার মেসি। তাঁর গোলসংখ্যা ৭৬৯। শীর্ষে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল সংখ্যা ৮১৩।
নিজের কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার এক ম্যাচে ৫ গোল একাই করলেন মেসি। তবে দেশের জার্সিতে এই প্রথমবার। এর আগে ক্লাবের জার্সিতে বার্সার হয়ে এক ম্যাচে ৫ গোল করেছিলেন মেসি। এদিন প্রথম গোলটি তিনি করেন খেলার ৮ মিনিটের মাথায়। পেনাল্টি থেকে গোল করেন মেসি। এরপর যথাক্রমে ৪৫, ৪৭, ৭১ ও ৭৬ মিনিটের মাথায় গোল করেন আর্জেন্তাইন সুপারস্টার।
এর আগে বার্সার জার্সিতে ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে একটি ম্য়াচে পাঁচ গোল করেছিলেন মেসি। লেভারকুশেনের বিরুদ্ধে ছিল সেই রেকর্ড। এছাড়া দেশের জার্সিতে অর্থাৎ আর্জেন্তিনার জার্সিতে তৃতীয় ফুটবলার হিসেবে এক ম্য়াচে পাঁচ গোলের নজির গড়লেন লিও। এর আগে ১৯২৫ সালে প্রথমবার ম্যানুয়েল সিওয়ানে, ১৯৪১ সালে হুয়ান মারভেজ্জি এই কৃতিত্বের অধিকারী ছিলেন।
মেসির পারফরম্যান্সে বেজায় খুশি আর্জেন্তিনার কোচ স্কালোনি বলছেন, ''মেসিকে নিয়ে আর কী বলব, আমার সত্যিই জানা নেই। এটা খুব কঠিন কাজ। ওকে বর্ণনা করার মতো কোনও শব্দ আর অবশিষ্ট নেই। ও যা কিছু তৈরি করে, তা অনন্য। এবং এই দলে ওকে পেয়ে আনন্দিত। আমি শুধু ওকে ধন্যবাদ জানাব। ওকে দেখে খুব উচ্ছ্বসিত।''
অন্যদিকে মেসির সাফল্যের দিনে মাঠে সফল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ৪-০ গোলে জয় পেল পর্তুগাল। তার মধ্য়ে ২টো গোলই করেন রোনাল্ডো। বাকি ২ টো গোল করেন কার্ভাহাল ও জোয়াও ক্যালসেলো।
আরও পড়ুন: চাহালদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে ১৪ বছরের রৌনকের দ্বারস্থ প্রোটিয়া শিবির