SC East Bengal: এবারের আইএসএল-এ এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য
SC East Bengal in the ISL: এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। সহ-অধিনায়ক করা হল অস্ট্রেলিয়ার সেন্টার ব্যাক টমিস্লাভ মার্সেলাকে। আজ এই ঘোষণা করা হয়েছে।
কলকাতা: চলতি মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। সহ-অধিনায়ক করা হল অস্ট্রেলিয়ার সেন্টার ব্যাক টমিস্লাভ মার্সেলাকে। আজ এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর অরিন্দম জানিয়েছেন, ‘এটা আমার এবং আমার পরিবারের কাছে বিশাল সম্মান। কারণ, আমার পরিবারের সবাই ইস্টবেঙ্গল সমর্থক। নিজের সেরাটা দেব এবং সবার প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব। আমি খেলার সময় গোলে থাকলেও, দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। সারা বিশ্বের লাল-হলুদ সমর্থকরা যাতে গর্বিত হন, তার জন্য আপ্রাণ চেষ্টা করব।’
টমিস্লাভ মার্সেলা বলেছেন, ‘আমি সম্মানিত। আমি সদ্য এই ক্লাবে যোগ দিয়েছি। তারপরেই দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলাম। এতে আমার আত্মবিশ্বাস বাড়বে। আমি একটা কথাই বলতে পারি, মাঠে নিজের সেরাটা দেব আর দলকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। অরিন্দম অধিনায়ক, আমি সহ-অধিনায়ক। তবে আমাদের দলে আরও অনেক নেতা আছে। আমি তাদের একজন।’
এবারের আইএসএল-এ লাল-হলুদের গোটা দল- গোলকিপার- অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর রায়, শুভম সেন। ডিফেন্ডার- ড্যানিয়েল গোমস, জয়নার লরেন্সো, রাজু গায়কোয়াড়, আদিল খান, হীরা মণ্ডল, অঙ্কিত মুখোপাধ্যায়, গৌতম সিংহ, টমিস্লাভ মার্সেলা, ফ্রাঞ্জো প্রেস, সেরিনিও ফার্নান্ডেজ ও আকাশদীপ সিংহ। মিডফিল্ডার- জ্যাকিচাঁদ সিংহ, সৌরভ দাস, আঙ্গুসানা ওয়াহেঙ্গবাম, অমরজিৎ সিংহ কিয়াম, মহম্মদ রফিক, লালরিনলিয়ানা হামতে, বিকাশ জাইরু,আমির ডারভিসেভিচ, ড্যারেন সিডেল, রোমিও ফার্নান্ডেজ, সঙ্গপু সিঙ্গসিট ও লোকেন মিতেই। স্ট্রাইকার- বলবন্ত সিংহ, থঙ্গখোসিয়েম হাওকিপ, নাওরেম মহেশ, সিদ্ধান্ত শিরোদকর, ড্যানিয়েল চিমা চুকু, অ্যান্টনিও পেরোসেভিচ ও শুভ ঘোষ।
২১ নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করছে এসসি ইস্টবেঙ্গল। ২৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচেই এটিকে মোহনবাগানের সামনে লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচের দিকে তাকিয়ে লাল-হলুদ জনতা। গত মরসুমে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দু’টি ম্যাচেই হেরে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। এবার সেই হারের বদলা নেওয়ার আশায় সদস্য-সমর্থকরা।
আরও পড়ুন নতুন কোচ, নতুন দল, নতুন লক্ষ্য, ২১ নভেম্বর আইএসএল শুরু লাল হলুদের
এবার লাল-হলুদ শিবিরের ভারতীয় ফুটবলারদের মধ্যে অন্যতম ভরসা অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য, ডিফেন্ডার আদিল খান, রাজু গায়কোয়াড়, মিডফিল্ডার অমরজিৎ সিংহ কিয়াম, মহম্মদ রফিক, জ্যাকিচাঁদ সিংহ, বিকাশ জাইরুরা। বিদেশি ফুটবলারদের মধ্যে আছেন সহ-অধিনায়ক টমিস্লাভ মার্সেলা। তাঁর অস্ট্রেলিয়ার বিখ্যাত দল পারথ গ্লোরি এফসি-তে খেলার অভিজ্ঞতা আছে। অপর এক বিদেশি ডিফেন্ডার ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা স্টপার ফ্রাঞ্জো প্রেস। তাঁর ইতালির সিরি আ ক্লাব লাজিও-র হয়ে খেলার অভিজ্ঞতা আছে। মিডফিল্ডের ভরসা হল্যান্ডের বিখ্যাত দল আয়াখসের যুব দলের হয়ে খেলা ড্যারেন সিডেল ও স্লোভেনিয়ার আমির ডারভিসেভিচ। দুই বিদেশি স্ট্রাইকারের অন্যতম নরওয়ের প্রথম বিভাগের দল মলডে এফকে-র হয়ে তিনবার লিগ জেতা নাইজেরিয়ান ড্যানিয়েল চিমা চুকু। অপর এক বিদেশি স্ট্রাইকার ক্রোয়েশিয়ার অ্যান্টনিও পেরোসেভিচ।