Arjun Tendulkar: যুবরাজ সিংহের বাবা যোগরাজের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন অর্জুন তেন্ডুলকর
Arjun Tendulkar Training: নিজের কেরিয়ারকে সঠিক দিশা দেখাতেই গোয়ার পথে পাড়ি দিয়েছেন তিনি। গোয়ার জার্সিতে অভিষেকের আগে এই মুহূর্তে চলছে কড়া প্রস্তুতি।
গোয়া: যুবরাজ সিংহের বাবার কাছে প্রশিক্ষণ নিচ্ছেন অর্জুন তেন্ডুলকর। হ্য়াঁ, ঠিকই পড়েছেন। বিশ্বকাপ জয়ী অলরাউন্ডারের বাবা যোগরাজ সিংহের অধীনেই এই মুহূর্তে নিজের প্রস্তুতি সারছেন সচিন পুত্র। মুম্বইয়ের থেকে গোয়া পাড়ি দিয়েছেন অর্জুন। নিজের কেরিয়ারকে সঠিক দিশা দেখাতেই গোয়ার পথে পাড়ি দিয়েছেন তিনি। গোয়ার জার্সিতে অভিষেকের আগে এই মুহূর্তে চলছে কড়া প্রস্তুতি।
Arjun Tendulkar is training with Yograj Singh (father of Yuvraj Singh) in his academy at DAV College, Chandigarh to improve his batting skills and revive his career. pic.twitter.com/JVtrnXWOLi
— Abhishek Ojha (@vicharabhio) September 23, 2022
Yograj Singh training Arjun Tendulkar.. exciting pic.twitter.com/JnF054WakF
— Navaldeep Singh (@NavalGeekSingh) September 23, 2022
আজ ২৪ সেপ্টেম্বর অর্জুনের জন্মদিন। আর তার আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কয়েকটি ছবি। সেখানে দেখা যাচ্ছে যে যোগরাজ সিংহের সামনে নেটে অনুশীলন সারছেন অর্জুন। এরই ফাঁকে আবার জল খেতে খেতে কখনও কখনও যোগরাজের সঙ্গে কথাও বলছেন সচিনের ছেলে। যোগাসনের সময়ই যোগরাজের কড়া নজরে রয়েছেন অর্জুন।
২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেই ছিলেন অর্জুন। কিন্তু আইপিএলে অভিষেক হয়নি তাঁর এখনও। এই পরিস্থিতিতে যত বেশি ম্যাচ খেলবেন অর্জুন, তাতে তাঁরই সুবিধে হবে। তার জন্যই অর্জুনকে গোয়ার হয়ে খেলার পরামর্শ দিয়েছিলেন সচিন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ''অর্জুনের কেরিয়ারের জন্য সেটাই সবচেয়ে ভাল বিকল্প হবে। তাই গোয়ার হয়ে খেললে মাঠে নামার ও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবে ও।''
খবর অনুযায়ী মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েসনের (Mumbai Cricket Association) কাছে ইতিমধ্যেই নো অবজেকসন সার্টিফিকেটের (এনওসি) জন্য আর্জি জানিয়েছেন সচিনপুত্র। এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, 'কেরিয়ারের এই সময়ে মাঠে নামার বেশি করে সুযোগ পাওয়াটা অর্জুনের জন্য খুবই প্রয়োজনীয়। আমদের মনে হয় এই পরিবর্তনটা অর্জুনকে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ দেবে। ওঁ নিজের ক্রিকেট কেরিয়ারের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে।' শোনা যাচ্ছে মুম্বইয়ের পড়শি রাজ্য গোয়ার হয়ে খেলবেন বলে ঠিক করে ফেলেছেন সচিনপুত্র।