Ashes 2023: অ্যাশেজের আগে আরও শক্তিশালী ইংল্যান্ড, অবসর ভেঙে দলে ফিরলেন মঈন
Moeen Ali: টেস্ট অবসর ভেঙে ফিরছেন মঈন আলি। তারকা স্পিনার অলরাউন্ডারকে দলে ফিরিয়েছে ইংল্যান্ড।
লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) পরই শুরু হবে অ্যাশেজ সিরিজ। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী - অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড (Eng vs Aus)। ঘরের মাঠে খেলবেন বেন স্টোকসরা। আর সেই সিরিজের আগে আরও শক্তিশালী হল ইংল্যান্ড দল।
টেস্ট অবসর ভেঙে ফিরছেন মঈন আলি (Moeen Ali)। তারকা স্পিনার অলরাউন্ডারকে দলে ফিরিয়েছে ইংল্যান্ড।
সদ্য চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জিতেছেন মঈন আলি। সিএসকে-তে তাঁর সহযোদ্ধা, অজিঙ্ক রাহানেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন। তাঁর প্রত্যাবর্তন তরুণ ক্রিকেটারদের কাছে উদাহরণ হতে পারে। আদর্শ হতে পারে। একটা সময় জাতীয় দল থেকে বাদ পড়ে যান। প্রশ্ন তোলা হয় তাঁর ধারাবাহিকতার অভাব নিয়ে। এমনকী, তিনি নাকি খুচরো রান নিতে পারছেন না, এমন সমালোচনাও হয়েছিল। তবে আইপিএলে (IPL) দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে গর্জে উঠেছিল তাঁর ব্যাট। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একা হাতে ম্যাচ জিতিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনির হাতে পঞ্চম আইপিএল খেতাব তুলে দিতে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিল তাঁর ব্যাট।
তারপরই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন রাহানে। বুধবার থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা মুম্বইয়ের তারকা।
View this post on Instagram
কার্যত সেই একই পথে ফিরলেন মঈন আলিও। যিনি টেস্ট থেকে অবসরই নিয়ে নিয়েছিলেন। সদ্য আয়ার্ল্যান্ডকে টেস্টে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তবে সেই ম্যাচে চোট পেয়েছেন জ্যাক লিচ। তাঁর পিঠে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে। ইংল্যান্ড শিবির থেকে তারপরই মঈনকে অনুরোধ করা হয়, অ্যাশেজ সিরিজে যেন খেলেন তিনি। তারপরই অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্ত মঈনের।
ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার পর মঈন একটি ছবি ট্যুইট করেন। নিজের টেস্ট জার্সি পরা ছবি-সহ লেখেন, 'অ্যাশেজ'। অনেকেই তাঁকে স্বাগত জানিয়েছেন। লিখেছেন, মঈন যোগ দেওয়ায় ইংল্যান্ড আরও শক্তিশালী হয়ে নামবে অ্যাশেজে।