WTC Final: ওভালের পিচে কীসের জুজু? শামিদের সতর্কবার্তা আক্রমের
WTC Final 2023: ২ দলই পেস সর্বস্ব বোলিং লাইন আপ নিয়েই হয়ত তাঁদের একাদশ সাজাবে। তবে শুধু পেস নয় স্যুইংয়েই ঘায়েল করতে হবে প্রতিপক্ষকে,
লন্ডন: কাল থেকে শুরু হতে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পিচ কেমন হবে? ইংল্যান্ডের ওভালে খেলা। বোলারদের জন্য, বিশেষ করে পেসারদের জন্য যে এখানকার পিচ স্বর্গরাজ্য, তা বলার অপেক্ষা রাখে না। ভারত ও অস্ট্রেলিয়া ২ দলই পেস সর্বস্ব বোলিং লাইন আপ নিয়েই হয়ত তাঁদের একাদশ সাজাবে। তবে শুধু পেস নয় স্যুইংয়েই ঘায়েল করতে হবে প্রতিপক্ষকে, এমনই মনে করেন ওয়াসিম আক্রম। বিশ্ব ক্রিকেটে স্যুইংয়ের সুলতান নামে পরিচিত প্রাক্তন পাক পেসার।
আক্রম মনে করেন বোলাররা ওভালের পিচে সুবিধে পাবেন, তবে ব্যাটাররা যদি একটু ধৈর্য্য ধরে ক্রিজে সেট হয়ে যান, তবে তাঁরা রান পাবেন। তিনি জানিয়েছেন, ''ভারতীয় বোলাররা সবাই ভীষণ অভিজ্ঞ। অনেক ম্যাচ খেলেছে এরা। ওভালে পিচে স্যুইং হয়। প্রথম ১০-১৫ ওভার স্যুইং পাওয়া যাবে। এই সময় অতিরিক্ত রান একদমই খরচ করা যাবে না। এই সময় অতিরিক্ত বাউন্সও মিলতে পারে। কিন্তু তাতে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কিন্তু কিছু নেই। কারণ অজি বোলাররাও এটাই চাইবে। স্য়ুইংয়ের সঙ্গে বাউন্স দিয়েই তারাও ঘায়েল করার চেষ্টা করবে।''
মহম্মদ শামি, মহম্মদ সিরাজ খেলছেন। সঙ্গে স্যুইংয়ের কথা ভেবে শার্দুলকে খেলানো হতে পারে। এছাড়া তৃতীয় পেসার হিসেবে লড়াই হতে পারে উনাদকাট ও উমেশ যাদবের মধ্যে।
ভারতকে এগিয়ে রাখছেন নাসের হুসেন
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship Final 2023) কে ফেভারিট? ক্রিকেট বিশ্ব, ক্রিকেট বিশেষজ্ঞরা কেউ ভারত তো কেউ অজিদের এগিয়ে রাখছেন। বিশেষ করে কামিন্সদের পাল্লাই ভারী। কারণ ইংল্যান্ডের পরিবেশ ও অজি পেস অ্যাটাক। ভারতীয় ব্যাটিং লাইন আপকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, এমনই মনে করছেন অনেকে। প্রাক্তন ইংল্য়ান্ড অধিনায়ক নাসের হুসেন অবশ্য লড়াইয়ে কিছুটা এগিয়ে রাখছেন ভারতীয় দলকেই। এক সাক্ষাৎকারে প্রাক্তন এই ইংরেজ ক্রিকেটার বলেন, ''ভারতীয় দল যে কোনও পরিবেশে জিততে পারে। অস্ট্রেলিয়ায় গিয়ে অজিদের হারিয়ে তা ওরা দেখিয়ে দিয়েছে। ওভালেও টিম ইন্ডিয়ার রেকর্ড ভাল। ইংল্যান্ডকেও হারিয়েছে ওরা।''
কেমন হতে পারে ভারতীয় একাদশ? হুসেন বলছেন, ''ওভালে যদি পরিবেশ ভাল থাকে। যদি সূর্য ওঠে। তবে দলে ২ স্পিনারও খেলাতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে ২ জন পেসার খেলানো হবে। আর শার্দুল ঠাকুরকে তৃতীয় সিমার হিসেবে ব্যবহার করা হতে পারে।''