India vs SL Probable XI: শামি না শার্দুল? ঈশানের পরিবর্তে কি তিলক? ফাইনালে কেমন হবে ভারতের একাদশ?
Asia Cup Final: ভারতের প্রথম একাদশ নিয়ে চর্চা চলছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে পাঁচ পরিবর্তন করা হয়েছিল।
কলম্বো: এশিয়া কাপের (Asia Cup) শুরু থেকে দুরন্ত ছন্দে ছিল ভারত। সুপার ফোর থেকেও প্রথম দল হিসাবে ফাইনালের টিকিট কনফার্ম করেছিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু ভারত যে অপরাজেয় নয়, শুক্রবার দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সুপার ফোরে ভারতের কাছে হারলেও, স্পিন-অস্ত্রে তারকাখচিত ব্যাটিং লাইন আপকে মাত্র ২১৩ রানে অল আউট করে দিয়েছিল। দুনিথ ওয়াল্লালাগে ৫ উইকেট নিয়েছিলেন। অনিয়মিত স্পিনার চারিথ আসালাঙ্কা নিয়েছিলেন ৪ উইকেট। একটা সময় ম্যাচের রাশ ছিল শ্রীলঙ্কার হাতে। যদিও শেষ পর্যন্ত কুলদীপ যাদবদের দাপটে ম্যাচ জেতে ভারতই।
কলম্বোয় রবিবারও মন্থর পিচ হতে পারে। যেখানে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তবে সেই ম্যাচের আগে জোর ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা শিবির। দলের সেরা স্পিনার মহেশ তিকশানা চোটের জন্য ছিটকে গিয়েছেন।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সমরাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শনাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, দুশান হেমন্তা, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।
আরও পড়ুন: ইউরোপে নজর কেড়েছেন, এশিয়ান গেমসেও ভারতীয় ফুটবলকে স্বপ্ন দেখাচ্ছেন মণীষা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial