এক্সপ্লোর
পিঠের নীচের দিকে চোট পেলেন, স্ট্রেচারে মাঠের বাইরে নেওয়া হল হার্দিককে

দুবাই: আচমকা মাঠে পিঠের নীচের দিকে আঘাত পেয়ে খেলা ছেড়ে বেরিয়ে যেতে হল হার্দিক পাণ্ড্যকে। বুধবার দুবাইয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে পাকিস্তানের ইনিংসের ১৮তম ওভারে পঞ্চম বলটি করার পর ফলো থ্রু শেষ করেই পিঠে ব্যাথা অনুভব করেন তিনি। যন্ত্রণায় কাতরাতে থাকেন মাটিতে পড়ে। উঠে দাঁড়াতে না পারায় শেষ পর্যন্ত মাঠে স্ট্রেচার এনে তাতে শুইয়ে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। নিজের পঞ্চম ওভারেই ম্যাচ ছাড়তে হয় তাঁকে। ভারতীয় টিমের এই নির্ভরযোগ্য অলরাউন্ডারে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিসিসিআই মিডিয়া টিম জানিয়েছে, হার্দিক পাণ্ড্য পিঠের নীচের দিকে ভালরকম চোট পেয়েছেন। তিনি এই মূহূর্তে দাঁড়াতে পারছেন। মেডিকেল টিম তাঁকে পরীক্ষা করছে। মণীশ পান্ডে তাঁর বদলি হিসাবে ফিল্ডিং করছেন। হার্দিকের শেষ বলে ক্যাচ তুলেছিলেন শোয়েইব মালিক। সেটি ফস্কান মহেন্দ্র সিংহ ধোনি। মালিকের তখন ৩২ রান হয়েছিল। হার্দিকের ফিগার ছিল ৪.৫ ওভারে ২৪ রান, কোনও উইকেট নয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















