Gautam Gambhir: ভারত-পাক দ্বৈরথ বাতিলের দাবি তুলেছিলেন, সেই ম্যাচেরই ধারাভাষ্য করে বিদ্রুপের শিকার গম্ভীর
Ind vs Pak: তিনি যখন খেলতেন, ভারত-পাক ম্যাচে একাধিকবার প্রতিপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন। কিন্তু অবসরের পরেও কীভাবে ভারত-পাক দ্বৈরথের দিন শিরোনামে গম্ভীর?
পাল্লেকেলে: এশিয়া কাপে (Asia Cup) ভারত-পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের দিন আচমকা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গেলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)!
কিন্তু কেন? তিনি যখন খেলতেন, ভারত-পাক ম্যাচে একাধিকবার প্রতিপক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন। কিন্তু অবসরের পরেও কীভাবে ভারত-পাক দ্বৈরথের দিন শিরোনামে গম্ভীর?
কারণটা জানা গেল সোশ্যাল মিডিয়া থেকেই। যেখানে তাঁর একটি এক মাস পুরনো সাক্ষাৎকারের শিরোনাম ও ছবি তুলে দিলেন একাধিক ক্রিকেটপ্রেমীরা। যেখানে গম্ভীর বলেছিলেন, ভারত-পাক ক্রিকেটীয় দ্বৈরথ বাতিল করা উচিত। দুই দেশের ক্রিকেটীয় লড়াই হওয়াই উচিত নয়। গম্ভীর বলেছিলেন, দেশের সেনাবাহিনীর চেয়ে বড় কোনও স্বার্থ থাকতে পারে না আর যে দেশ ভারতীয় সেনাবাহিনীকে আক্রমণ করে, তাদের সঙ্গে ক্রিকেট মাঠে মুখোমুখি হওয়ার প্রশ্নই ওঠে না।
যদিও এশিয়া কাপে শনিবার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর সেই ম্যাচে ধারাভাষ্যকার হিসাবে হাজির ছিলেন কি না গম্ভীর নিজেই!
সোশ্যাল মিডিয়ায় পাল্লেকেলে স্টেডিয়ামে গম্ভীরের ধারাভাষ্য দেওয়ার ছবি পোস্ট করা হল। সঙ্গে গম্ভীরের রাজনৈতিক পরিচয়ের কথা তুলে কটাক্ষ করা হল। গম্ভীর বিজেপির সাংসদও। সোশ্যাল মিডিয়ায় লেখালিখি হল, কেন এমন দ্বিচারিতা? ভারত-পাক ম্যাচ বাতিল করার দাবি তুলে কী করে নিজেই ধারাভাষ্য দিতে বসে পড়লেন গৌতি!
যদিও সমর্থনও পেয়েছেন ভারতের ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। অনেকেই বলেছেন, পেশাদার হিসাবে গম্ভীর যেটা করছেন, সেটা তাঁর ব্যক্তিগত মতের সঙ্গে মিশিয়ে দেখা ঠিক নয়। যদিও তাতে বিতর্ক থামছে না।
নাটকীয় লড়াইয়ের মঞ্চ প্রস্তুত ছিল। প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লড়াকু স্কোর তুলেছিল ভারত। পাকিস্তানের সামনে (Ind vs Pak) লক্ষ্য ছিল ২৬৭ রানের। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের বিরুদ্ধে যে রান তাড়া করে জেতাটা সহজ হতো না বাবর আজমদের।
কিন্তু বাদ সাধল বৃষ্টি। আবহাওয়ার জন্য ভেস্তে গেল এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তান ইনিংস শুরুই হল না। ভারতীয় সময় রাত ৯.৫২ তে দুই অধিনায়ক রোহিত শর্মা ও বাবর আজম গোল্ডেন হ্যান্ডশেক করে নিলেন। ১ পয়েন্ট করে পেল ভারত ও পাকিস্তান - দুই দলই।
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিলই। তবু দুপুরের দিকে পাল্লেকেলের আবহাওয়ার উন্নতি হয়। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়েই। তবে ভারতীয় ইনিংস চলাকালীন দুবার বৃষ্টি নামে। যার মধ্যে প্রথমবার ৩৩ মিনিট খেলা বন্ধ ছিল। শেষ পর্যন্ত ভারতীয় ইনিংস পুরোটাই শেষ হয়। ২৬৬ রানে অল আউট হয়ে যায় ভারত। পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৬৭ রানের। কিন্তু ফের নামে বৃষ্টি। নানারকম অঙ্ক ঘুরতে থাকে। ডাকওয়ার্থ লুইস নিয়মে দেখা যায়, বৃষ্টি থেমে ২০ ওভারের ম্যাচ করা সম্ভব হলে পাকিস্তানের পরিবর্তিত লক্ষ্য দাঁড়াবে ১৫৫ রানের।
কিন্তু তাও করা গেল না। অঝোরে বৃষ্টিতে ম্যাচ ভেস্তেই গেল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন