(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs Pak Records: ক্যান্ডিতে ওয়ান ডে ক্রিকেটে অপরাজিত ভারত, পাক-যুদ্ধের আগে রোহিতদের ভরসা রেকর্ড
Asia Cup 2023: এই মাঠে ওয়ান ডে-তে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। পাল্লেকেলে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত। ৩টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া।
ক্যান্ডি: শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ (Asia Cup)। পাকিস্তান জয় দিয়ে অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার মাঠে নেমে পড়ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন শনিবারের জন্য। কারণ সেদিনই এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। তবে সেদিনের সেই ম্যাচের জন্য শুধু ভারতীয় নয়, অপেক্ষায় বিশ্বের তামাম ক্রিকেটপ্রেমীরা। কারণ প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Ind vs Pak)।
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামের ওয়ান ডে রেকর্ড অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করে তোলার মতোই। কারণ, এই মাঠে ওয়ান ডে-তে এখনও পর্যন্ত অপরাজিত ভারতীয় দল। পাল্লেকেলে স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত। ৩টি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। জয়যাত্রা শুরু হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। বিরাট কোহলির নেতৃত্বে দুটি ম্যাচ জিতেছে ভারত। তিন ম্যাচেই ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
চোট সারিয়ে দলে ফিরেছেন যশপ্রীত বুমরা। পাল্লেকেলে স্টেডিয়ামে ডানহাতি পেসারের ঈর্ষণীয় রেকর্ড রয়েছে। এখানে একটি ওয়ান ডে ম্যাচে ৫টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরা। আর একটি ম্য়াচে নিয়েছিলেন ৪ উইকেট। এই মাঠে ২০১২ সালে ৫ উইকেট নিয়েছিলেন ইরফান পাঠানও। পেসারদের জন্য সাহায্য় থাকে পিচে। লাইন-লেংথে অভ্রান্ত থাকলে পেসাররাও বিপাকে ফেলতে পারেন ব্যাটারদের। তবে ব্যাটারদের জন্যও রসদ রয়েছে পিচে। এই মাঠে রোহিত শর্মার ওয়ান ডে সেঞ্চুরি রয়েছে।
পাল্লেকেলেতে পাকিস্তানের ওয়ান ডে রেকর্ড ঠিক উল্টো। এই মাঠে ৫টি ম্যাচ খেলে তিনটিতে পরাজয় হজম করতে হয়েছে পাক শিবিরকে। নিউজ়িল্যান্ডের কাছে একবার আর শ্রীলঙ্কার কাছে দুবার পরাস্ত হয়েছে পাকিস্তান। তবে ২০১৫ সালের পর থেকে এই মাঠে আর ওয়ান ডে ম্যাচ খেলেনি পাকিস্তান।
শ্রীলঙ্কার মাটিতে ভারত ও পাকিস্তান - দুই দল এখনও পর্যন্ত পাঁচটি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। যার মধ্যে বৃষ্টির জন্য দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। একটি ম্যাচে বৃষ্টির জন্য কোনও ফল হয়নি। বাকি দুই ম্যাচের একটিতে জিতেছে ভারত। অন্যটিতে পাকিস্তান।
আরও পড়ুন: অর্থনীতিতে স্নাতক হলেন সৌরভ-কন্যা, সমাবর্তনে হাজির থাকবেন গর্বিত বাবা-মা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন