Asia Cup: আগামীকাল সুপার ফোরে ভারত-পাক দ্বৈরথ, কখন, কোথায় দেখবেন এই ম্যাচ?
Asia Cup 2023, IND vs PAK: আগামীকালের ম্যাচটি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে মোট ১৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান।
কলম্বো: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে আগামীকাল ভারত-পাক দ্বৈরথ (India vs Pakistan)। সুপার ফোরে ২ দল মুখোমুখি হতে চলেছে ২২ গজের চিরপ্রতিদ্বন্দ্বী ২ দেশ। গ্রুপপর্বে ম্যাচটি আয়োজিত হয়েছিল পাল্লেকেলে স্টেডিয়ামে। আগামীকালের ম্যাচটি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে মোট ১৩৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে পাল্লা ভারী পাকিস্তানেরই। তারা ৭৩টি ম্য়াচ জিতেছে। আর ভারতীয় দল ৫৫টি ম্যাচ জিতেছে। কোনও ফল হয়নি ৫টি ম্যাচে।
কাদের ম্যাচ?
আগামীকাল ১০ সেপ্টেম্বর, ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচ
খেলাটি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচ?
খেলাটি শুরু হবে বিকেল ৩ থেকে, তার ৩০ মিনিট আগে হবে টস
কোথায় দেখবেন ম্যাচ?
টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন স্ট্রিমিং
ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই খেলার
ম্যাচের আগে অনুশীলনে জোরকদমে প্রস্তুতি চালালেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। তবে শুধু নিজের প্রস্তুতি সারা নয়, পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দেখা গেল বিরাটকে।
ভারতীয় অনুশীলনে বেশ কিছু শ্রীলঙ্কান তরুণ উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেল বিরাট কোহলিকে। বর্তমান বিশ্বের তো বটেই, সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে কোহলিকে গণ্য করা হয়। তার দেওয়া পরামর্শ নিঃসন্দেহে যে কোনও ক্রিকেটারের কাছেই মহামূল্যবান। ঠিক তেমনটাই করতে দেখা গেল কোহলিকে। বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিওতে অনুশীলনের মাঝে তরুণ ক্রিকেটারদের না না বিষয়ে পরামর্শ দিতে দেখা যায় প্রাক্তন ভারতীয় অধিনায়ককে।
এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ ঘিরে প্রবল উন্মাদনা সত্ত্বেও ম্যাচে খলনায়ক হিসাবে বৃষ্টির আগমন ঘটে। ভারতীয় দল ম্যাচে ব্যাটিং করতে পারলেও, পাকিস্তান একটি বল ব্যাট করতে পারেননি। বৃষ্টির জেরে বাতিল করতে হয় ম্যাচ। এবার সেই সমস্যা এড়ানোর জন্য ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচে বাড়তি একটি দিন রাখা হয়েছে। যদিও সেটা কেবল এই ম্যাচের জন্যই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) তরফে ঘোষণা করা হয়েছে।
এই ঘটনায় এবার নিজেদের মতামত প্রকাশ করল বাংলাদেশ (Bangladesh Cricket Board) ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (Sri Lanka Cricket)। তারা বিবৃতি দিয়ে জানিয়ে দেয় এই বিষয়ে সকলের মতামত নিয়েই তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বোর্ডের পক্ষে বলা হয়, নিয়মের বদল ঘটিয়ে এসসির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু তাতে সবারই মত ছিল। বাংলাদেশ বোর্ড লেখে, 'এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার মাধ্যমে নিয়মের বদল ঘটানো হয়েছে। এই সিদ্ধান্তে চারটি দল এবং এসিসি সকলেই সম্মিলিতভাবেই মত দিয়েছে।'