এশিয়ান গেমস: কাজাখস্তানকে ২১-০ গোলে গুঁড়িয়ে দিল ভারতের মহিলা হকি দল
জাকার্তা: হকিতে ভারতের প্রমীলা বাহিনীর অনন্য কীর্তি। এশিয়ান গেমসে কাজাকাস্তানকে গুঁড়িয়ে দিল ২১-০ গোলে। ভারতীয় মহিলা হকিতে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। গ্রুপ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে এমন বিরাট জয় পেলেন রানি রামপালরা। ৪টি গোল গুরজীত কৌরের। ৩টি করে গোল বন্দনা কাটারিয়া, নভনীত কৌর ও লালরেমশিয়ামির। প্রথম ৩০-মিনিটে স্কোরলাইন ছিল ৯-০। পরের আধ ঘণ্টায় আরও এক ডজন গোল বিপক্ষের জালে পুরে দেয় ভারত। প্রসঙ্গত, ১৯৮২ এশিয়াডে হংকংকে ২২-০ গোলে হারিয়েছিল ভারতের তৎকালীন মহিলা হকি দল। ফলে, মাত্র এক গোলের জন্য সর্বকালীন রেকর্ড স্পর্শ করা হল না বর্তমান দলের। চলতি প্রতিযোগিতায় শীর্ষ র্যাঙ্কিং পেয়েছে ভারতীয় প্রমীলা বাহিনী। এর আগে, প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৮-০ গোলে হারিয়েছিল ভারত। প্রসঙ্গত, গতকালই ইন্দোনেশিয়াকে ১৭-০ গোলে দুরমুশ করেছিল ভারতের পুরুষ দল। আজ মহিলা দলও বিপক্ষকে একইভাবে গুঁড়িয়ে দিল।