Asian Games 2023: স্কোয়াশ, টেনিসে সোনাজয়, পদক তালিকায় চারে সপ্তম দিন শেষ করল ভারত
Asian Games 2023 Live: শুটিংয়ে ফের সোনা ভারতের (Gold Medal)। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে দেশকে সোনা এনে দিলেন সরবজোৎ সিংহ, অর্জুন সিংহ চেমা ও শিব নারওয়াল।
LIVE
Background
এশিয়ান গেমসে ভারতের সাফল্যের ধারা অব্যাহত। শুটিংয়ে ফের সোনা ভারতের (Gold Medal)। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে দেশকে সোনা এনে দিলেন সরবজোৎ সিংহ, অর্জুন সিংহ চেমা ও শিব নারওয়াল। এশিয়ান গেমসের মঞ্চে এটি ভারতের ষষ্ঠ সোনা। পাশাপাশি শুটিংয়ে ভারতের চতুর্থ সোনা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে ১৭৩৪ পয়েন্ট স্কোর করে ঐতিহাসিক সোনা জেতে ভারতীয় দল। ফাইনালের মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে চিনকে মাত্র ১ পয়েন্টে টেক্কা দিয়ে যে বিভাগে এশিয়া সেরা হয় ভারতের ছেলেরা। এর আগে ১০ মিটার এয়ার রাইফেল, মহিলাদের ২৫ মিটার পিস্তল ও হিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে এসেছে সোনা।
কাজাখস্তানের জ়িবেক কুলামবায়েভা ও গ্রিগরি লোমাকিন জুটিকে স্ট্রেট গেমে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছন বোপান্নারা। প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে ভারতের জন্য অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেললেন বোপান্নারা। তাঁদের কাজাখ প্রতিপক্ষকে ৭-৫, ৬-৩ স্কোরলাইনে হারায় ভারতীয় জুটি। প্রথম সেটে জ়িবেকরা তাঁদের ভারতীয় প্রতিপক্ষদের কড়া টক্কর দেন। একসময় প্রথম সেটের স্কোর ছিল ৫-৫। কিন্তু সেই অবস্থাতেই রুতুজা ও রোহন নিজেদের খেলার মান বাড়িয়ে পরপর দুই পয়েন্ট জিতে সেট নিজেদের নামে করে ফেলে।
দ্বিতীয় সেটে কাজাখস্তানের প্রতিপক্ষরা বিরাট চাপে পড়ে যায়। সেই সুযোগেই ভারতীয় তারকারা তুলনামূলক সহজেই দ্বিতীয় সেট জিতে ম্যাচ নিজেদের নামে করে ফেলে।
অপরদিকে, পুরুষদের ডাবলসে রামকুমার রামানাথন (Ramkumar Ramanathan) ও সাকেত মায়নেনির (Saketh Myneni) ভারতীয় জুটিও পদক নিশ্চিত করে ফেলল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাই ব্রেকারে অনবদ্য পারফর্ম করে ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় টেনিস জুটি। দক্ষিণ কোরিয়ার হং ও কোয়ানের জুটিকে ৬-১, ৬-৭ ও ১০-০ স্কোরে হারালেন রামানাথনারা। ফাইনালে পৌঁছনোয় ভারতীয় জুটির রুপোর পদক নিশ্চিত। ফাইনালে ইসারো প্রুছায়া ও জোনাস ম্যাক্সিমাস পারাপুলের মুখোমুখি হবেন রামানাথনরা।
যদিও ফুটবলে স্বপ্নভঙ্গ হয়েছে। ১৯তম এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টার ফাইনালেই সুনীল ছেত্রীদের স্বপ্নভঙ্গ হল। সৌদি আরবের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সত্ত্বেও ০-২ স্কোরলাইনে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল ভারতীয় ফুটবল দল। প্রথমার্ধে কিন্তু দুরন্ত রক্ষণের সুবাদে সৌদি আরবকে গোল করা থেকে রুখতে সক্ষম হয়েছিল ব্লু টাইগার্সরা। তবে শেষরক্ষা হল না।
Asian Games 2022 Live: চারে ভারত
মোট ১০টি সোনা ও ১৪টি করে রুপো ও ব্রোঞ্জ জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে এশিয়ান গেমসের সপ্তম দিন শেষ করল ভারতীয় দল। আজই সুতীর্থা, ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলরা কিন্তু পদক নিশ্চিত করে ফেলেছে।
Asian Games Live: ব্যাডমিন্টনের ফাইনালে ভারত
আরও এক বিভাগে সোনা জয়ের জন্য ভারতীয় দলকে লড়তে দেখা যাবে। পুরুষদের দলগত বিভাগে ৩-২ স্কোরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছল ভারত। ভারতীয় দল নিজেদের তিনটি ম্যাচই সিঙ্গেলসে জেতে।
Asian Games Live: চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দাপুটে জয়
হকিতে ভারতীয় পুরুষ দলের দাপট অব্যাহত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০-২ গোলে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা। হরমনপ্রীত নিজেই চারটি গোল করেন।
Asian Games Live: চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দাপুটে জয়
হকিতে ভারতীয় পুরুষ দলের দাপট অব্যাহত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০-২ গোলে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা। হরমনপ্রীত নিজেই চারটি গোল করেন।
Asian Games 2022 Live: বক্সিংয়ে পদক নিশ্চিত
বক্সিংয়ে ৯২ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করে ফেললেন নরেন্দ্র। একপেশে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইরানের ইমানকে ৫-০ স্কোরলাইনে হারান ভারতীয় বক্সার।