Asian Games 2023: বঙ্গতনয়ার হাত ধরে এল প্রথম পদক, শ্যুটিংয়ে রুপো জিতলেন মেহুলিরা, পদক এল রোয়িংয়ে
Asian Games: ১০ মিটার এয়ার রাইফেলে মোট ১৮৮৬.০ পয়েন্ট অর্জন করে মেহুলি, রমিতা ও আশির ভারতীয় দল।
হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) শ্যুটিংয়ে শুরুট দুরন্তভাবে করলেন ভারতীয় শ্যুটাররা। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতলেন মেহুলি ঘোষরা (Mehuli Ghosh)। মহিলাদের দলগত বিভাগে রুপো জিতলেন মেহুলিরাও। হুগলির বৈদ্যবাটীর মেয়ে মেহুলি ছাড়াও দলে রয়েছেন রমিতা জিন্দাল (Ramita Jindal) ও আশি চৌকসি (Ashi Chouksey)।
তিনজনে দুরন্ত পারফরম্যান্স করে মোট ১৮৮৬.০ পয়েন্ট অর্জন করে। সোনা হাতছাড়া হল মেহুলিদের। প্রথম স্থানে শেষ করে চিন। এশিয়ান রেকর্ড গড়ে চিন ১৮৯৬.৬ পয়েন্ট অর্জন করে শীর্ষে শেষ করেন তাঁরা। এটাই এবারের এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক। মেহুলি ঘোষ এবং রমিতা জিন্দাল কিন্তু ১০ মিটার এয়ার রাইফেল সিঙ্গেলস ফাইনালেও নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। আজই বেলার দিকে এই ইভেন্টটি আয়োজিত হবে।
কোয়ালিফায়ারে টিনএজার রমিতা দুরন্ত পারফর্ম করেন। তিনি দ্বিতীয় স্থানে শেষ করেন। ৬৩১.৯ পয়েন্ট অর্জন করেন তিনি। মেহুলি ঘোষ দুই ধাপ পিছনে শেষ করেন। তাঁর স্কোর ৬৩০.৮। শ্যুটিংয়ের দলগত পদক কোয়ালিফায়ারে দলের শ্যুটারদের মোট পয়েন্ট দ্বারা নির্ধারিত করা হয়। দলের তৃতীয় সদস্য আশি ৬২৩.৩ পয়েন্ট স্কোর করে ২৯তম স্থানে শেষ করেন।
"Taking aim and hitting the mark! 🎯🥈
— SAI Media (@Media_SAI) September 24, 2023
Our incredible trio and #TOPSchemeAthletes @Ramita11789732 @GhoshMehuli and Ashi Chouksey in the 10m Air Rifle Women's team event secured a stellar 2️⃣ place with a score of 1886.0 🇮🇳🌟
Well done, Champs👍🏻#Cheer4India#Hallabol… pic.twitter.com/3ovelv1WXQ
আজকের দিনে ভারতের সামনে একাধিক পদক জয়ের সুযোগ রয়েছে। প্রথম পদক জয়ের পরপরই দ্বিতীয় পদকও সুনিশ্চিত করে ফেলে ভারত। এয়ার রাইফেলের পরই রোয়িংও রূপো জেতে ভারতীয় দল। পুরুষদের রোয়িং লাইটওয়েট ডাবলস স্কালসে রূপো জিতলেন অর্জুন লাল জাট (Arjun Lal Jat) ও অরবিন্দ সিংয়ের (Arvind Singh) জুটি। এই ইভেন্টেও সোনা গেল চিনের ঝুলিতে।
"Rowing their way to glory! 🚣♂️🥈
— SAI Media (@Media_SAI) September 24, 2023
🇮🇳 secure SILVER in the Rowing lightweight men's double sculls event
Our #TOPSchemeAthletes (Core) @OLYArjun and Arvind Singh representing 🇮🇳 finished with a timing of 06:28:18 🚣🏻#Cheer4India#Hallabol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/cOPhZ5fVnc
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মায়ানমারের মুখোমুখি ভারত, কীভাবে এশিয়ান গেমসের পরবর্তী রাউন্ডে পৌঁছতে পারেন ছেত্রীরা?