Asian Games 2023: মায়ানমারের মুখোমুখি ভারত, কীভাবে এশিয়ান গেমসের পরবর্তী রাউন্ডে পৌঁছতে পারেন ছেত্রীরা?
IND vs MYN: ৬৫ বছর আগে শেষবার এশিয়ান গেমসে ভারত ও মায়ানমার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ স্কোরলাইনে জেতে ভারত।
হাংঝৌ: চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৫-১ গোলের বিরাট ব্যবধানে পরাজিত হতে হয়েছিল ভারতীয় ফুটবল দলকে (Indian Football Team)। তবে বাংলাদেশের বিরুদ্ধে অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chhetri) পেনাল্টিতেই এশিয়ান গেমসে (Asian Games 2023) ১৩ বছর পর জয় পায় ব্লু টাইগার্সরা। এই জয়ের সুবাদেই ভারতীয় দলের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর আশা বজায় রয়েছে। এমন পরিস্থিতিতে আজ মায়ানমারের (IND vs MYN) মুখোমুখি হচ্ছেন ছেত্রীরা।
চার দলের গ্রুপ 'এ' থেকে প্রথম দুইটি দল পরের রাউন্ডে পৌঁছবে। এছাড়াও তৃতীয় স্থানে শেষ করা সেরা চারটি দলও পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করে ফেলবে। আপাতত তালিকায় দুই নম্বরেই রয়েছে ভারতীয় দল। এই ম্যাচটা তাই ভারতীয় দলের কাছে একেবারেই মরণ-বাঁচন ম্যাচ নয়। কীভাবে, কোন সমীকরণে পরবর্তী রাউন্ডে পৌঁছবে ভারতীয় দল? দেখে নেওয়া যাক।
ভারতীয় দল মায়ানমারকে হারালে ছেত্রীদের পরের রাউন্ডে পৌঁছনো নিশ্চিত। জয় পেলে গ্রুপে অন্তত দ্বিতীয় স্থানে নিশ্চিত হয়ে যাবে ভারতের।
ভারত ও মায়ানমারের ম্যাচ ড্র হলেও দ্বিতীয় স্থানে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ভারত। দুই দলেরই এক্ষেত্রে চার পয়েন্ট থাকলেও, টুর্নামেন্টে বেশি গোল করায় গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করবে ব্লু টাইগার্সরা।
ভারতীয় দল ম্যাচ হারলেও কিন্তু তাদের সামনে পরবর্তী রাউন্ডে পৌঁছনোর সুযোগ রয়েছে। এক্ষেত্রে চিন যদি বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের ম্যাচে পরাজয় এড়াতে পারে তাহলেও সেরা চার তৃতীয় স্থানে শেষ করা দলগুলির মধ্যে অন্যতম হয়ে পরের রাউন্ডে পৌঁছবে ভারতীয় দল। চিন হারলে সেক্ষেত্রে ভারতের থেকে কম গোলপার্থক্য থাকতে হবে তাদের। তাহলেও ভারত গ্রুপে তৃতীয় স্থান পাকা করে ফেলবে।
তবে ইতিহাস কিন্তু কিছুটা হলেও মায়ানমারের পক্ষে। মায়ানমারের ও ভারতের ফুটবল দ্বৈরথ বহু পুরনো। দুই দল মোট ২৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। অতীতে একাধিকবার গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে হারিয়েছে মায়ানমার। অবশ্য নতুন শতকে ছবিটা কিছুটা বদলেছে। ২০০৮ সালের এএফসি চ্যালেঞ্জ কাপ ও ২০১৭ সালের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে মায়ানমারকে হারায় ভারত। দুই ম্যাচেই ব্লু টাইগার্সদের হয়ে পার্থক্য গড়ে দেন সুনীল ছেত্রী। একটি করে গোল করেন তিনি। এবারেও তিনি দলে রয়েছেন এবং গোলে রয়েছেন। তাই ভারতীয় দলের সমর্থকরা আশাবাদী হতেই পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: যুবভারতীতে পাঞ্জাব বধ, ঘরের মাঠে জয় দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু সবুজ মেরুনের