Asian Games 2023: দিনের প্রথম সাফল্য পেল ভারত, সেলিংয়ে রুপো জিতলেন নেহা
Neha Thakur ১১টি রেসের পর নেহার সংগ্রহ মোট সংগ্রহ ২৭ পয়েন্ট।
হাংঝৌ: চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) ১২ নম্বর পদক এল ভারতের ঝুলিতে। চিনে আয়োজিত ১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিনে ভারতকে প্রথম পদক এনে দিল নেহা ঠাকুর (Neha Thakur)। ১১টি রেসের পর হিলাদের ডিংহি আইএলসিএ৪ সেলিংয়ে রুপো জিতে নিল নেহা। গোটা প্রতিযোগিতা জুড়েই সে ধারাবাহিকাভাবে পারফর্ম করেছে। সেই ধারাবাহিকতারই সুফলস্বরূপ পোডিয়ামে শেষ করল তরুণী।
🥈🌊 Sailing Success!
— SAI Media (@Media_SAI) September 26, 2023
Neha Thakur, representing India in the Girl's Dinghy - ILCA 4 category, secured the SILVER MEDAL at the #AsianGames2022 after 11 races⛵
This is India's 1️⃣st medal in Sailing🤩👍
Her consistent performance throughout the competition has earned her a… pic.twitter.com/0ybargTEXI
১১টি রেসের পর মোট ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ১৭ বছর বয়সি ভারতীয় সেলার। তাইল্যান্ডের নোপ্পাসোরন খুনবুনজান শীর্ষে শেষ করে সোনা জেতে। অপরদিকে, ২৮ পয়েন্ট পাওয়া সিঙ্গাপুরের কেইরা মারি তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক জিতে নেন।
তবে শাও ইয়াকির বিরুদ্ধে হেরে এশিয়ান গেমসের সফর শেষ হল ভবনী দেবীর। গত বারের রুপোজয়ীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ৭-১৫ স্কোরলাইনে হারলেন ভারতীয় তারকা। এই ম্যাচের আগে দুরন্ত ছন্দে ছিসলেন ভবানী দেবী। নাগাড়ে ছয়টি ম্যাচ জিতেছিলেন তিনি। ভবানী গ্রুপ পর্বে পাঁচটির মধ্যে পাঁচটি ম্যাচেই জয় পান। নক আউট পর্বে শীর্ষ বাছাই হওয়ায় বাই পেয়ে সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ফেন্সার।
৩০ বছর বয়সি ভবানী দেবী তাইল্যান্ডের তোনখাওকে ১৫-৯ স্কোরে হারিয়ে শেষ আটে নিজের জায়গা পাকা করেছিলেন। তবে এর খেকে বেশি আর এগোতে পারলেন না তিনি। গোটা প্রতিযোগিতা জুড়ে দুরন্ত পারফর্ম করেও শেষমেশ হতাশই হতে হল তাঁকে।
তবে এশিয়ান গেমসে ভারতীয় হকি দল কিন্তু নিজেদের দুর্ধর্ষ পারফরম্যান্স অব্য়াহত রাখল। গত ম্যাচে উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারিয়েছিলেন মনদীপ সিংহরা। আজ সিঙ্গাপুরের বিরুদ্ধেও ১৬টি গোল করে ভারত। ম্যাচের স্কোরলাইন ভারতের পক্ষে ১৬-১। হরমনপ্রীত সিংহ ভারতের হয়ে হ্যাটট্রিক করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: তিন পয়েন্ট হাতছাড়া, জামশেদপুরের বিরুদ্ধে গোলের সুযোগ তৈরি করতে পারাতেই খুশি ইস্টবেঙ্গল কোচ