Asian Games : একার ঝুলিতেই ৪ পদক, এশিয়ান গেমসে ঝলমলে আঠারোর এষা
Esha Singh : ৮ টি সোনা, ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ সহ ৩০ পদক এসেছে ভারতের ঝুলিতে। যার মধ্যে ১৭ টি পদকই এসেছে শুটিংয়ে। যার মধ্যে চারটি একাই দেশকে এনে দিয়েছেন শুটিং সেনশেসন এষা সিংহ।
হাংঝাউ : হাতের জাদুতে কথা বলান বন্দুককে। এশিয়া সেরার মঞ্চে একাই দেশের ঝুলিতে এনে দিয়েছেন চার চারটে পদক। তিনটে রুপো ও একটি সোনা। এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে এমনিতেই ভারতীয় শুটারদের জয়জয়কার। তার মাঝেই আলাদা করে নজর কাড়ছেন এষা সিংহ ( Esha Singh)। ১৮ বছরের এই শুটারের বন্দুক-হাতে কারসাজিতে মজেছে দেশের ক্রীড়ামহল।
শুক্রবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে জোড়া রুপো জিতেছেন এষা। ব্যক্তিগত ও দলগত দুই বিভাগেই। ব্যক্তিগত বিভাগে তাঁকে টেক্কা দিয়েছেন ভারতেরই পলক গুলিয়া (Palak Gulia)। ১৭ বছরের পলক ও ১৮ বছরের এষা মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (10m air pistol women's) বিভাগের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রুপো জিতেছেন। একে অপরের বিরুদ্ধে সেরা হওয়ার লড়াই শেষের পরই একজোট হয়ে দিব্যা থাডিগোলকে সঙ্গে নিয়ে একই বিভাগের দলগত বিভাগে ভারতকে তাঁরা এনে দিয়েছেন রুপো। এর আগে ২৫ মিটার এয়ার পিস্তাল বিভাগেও (25 m air pistol) জোড়া পদক জিতেছিলেন এষা। ব্যক্তিগত বিভাগে সেখানেও জিতেছিলেন রুপো। আর দলগত বিভাগে মনু ভাকের ও রিদম সাঙ্গওয়ানের সঙ্গে মিলে জিতেছিলেন সোনার পদক।
মাত্র ৯ বছর বয়স থেকে শুটিংকে কেরিয়ার করার লক্ষ্যে এগিয়েছিলেন এষা। ২০১৮ সালে ১৩ বছর বয়সে ন্যাশনাল গেমসে মনু ভাকের, হিনা সিধুদের টপকে ১০ মিটার এয়ার রাইফেলে জিতেছিলেন জিতেছিলেন সোনা। মাঝে প্রতিভার সঙ্গে সুবিচার করতে না পারলেও শেষমেশ নিজেকে শান্ত রেখে হাই প্রেসার গেমে সেরাটা মেলে ধরতে শুরু করেছেন এষা। যিনি এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে জানিয়েছিলেন, শান্ত থাকার চেষ্টা করছি। এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, এই উত্তেজনা যথেষ্ট। কিন্তু মাথা-মনকে বোঝাচ্ছি যাতে অন্য আর পাঁচটা প্রতিযোগিতার মতোই বিষয়টা দেখি। তবেই শান্ত থেকে নিজের সেরাটা মেলে ধরতে পারব।
এষা যে নিজেকে শান্ত রেখে সর্বোচ্চ পর্যায়ে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন তা স্পষ্ট। প্রসঙ্গত, ৮ টি সোনা, ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ সহ ৩০ পদক এসেছে ভারতের ঝুলিতে। যার মধ্যে ১৭ টি পদকই এসেছে শুটিংয়ে। যার মধ্যে চারটি একাই দেশকে এনে দিয়েছেন শুটিং সেনশেসন এষা সিংহ।
Many congratulations to @singhesha10 on winning the #SilverMedal in the Women’s 10M Air Pistol Shooting event. This is Esha’s 4th medal @19thAGofficial.
— Team India (@WeAreTeamIndia) September 29, 2023
Let’s #Cheer4india 🇮🇳 #WeAreTeamIndia | #IndiaAtAG22 pic.twitter.com/4AXkm114dP
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন