Asian Games : অ্যাথলিটদের দেখে আবেগপ্রবণ ক্রিকেটাররা, এশিয়া মঞ্চে দেশকে সোনা জেতানোর লক্ষ্য রুতুরাজদের
Indian Cricket Team : ভারতীয় সময় মঙ্গলবার ভোরবেলা পিংফেং ক্যাম্পাস ক্রিকেট স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে ম্যাচ ভারতের।

হাংঝাউ : এশিয়ান গেমসে (Asian Games) খেলতে গিয়ে গেমস ভিলেজে নয়, আলাদা হোটেলে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় অ্যাথলিটদের খেলা দেখার পাশাপাশি মাঝে গেমস ভিলেজেও ঘুরে এসেছেন ক্রিকেটাররা। সেখানের অভিজ্ঞতা জানাতে গিয়ে খানিক আবেগপ্রবণ এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি ভারতীয় মহিলা দলের মতোই এশিয়ান গেমসের মঞ্চ থেকে দেশকে সোনা জেতানোর লক্ষ্য নিয়েই তাঁরা নামছেন বলেই জানিয়েছেন ভারতীয় এই প্রতিভাবান ব্যাটার।
বিশ্বকাপ (Wold Cup 2023) ও এশিয়ান গেমসের সূচির কথা মাথায় রেখে দেশের মাটিতে সেরা ক্রিকেট তারকাদের বিশ্বযুদ্ধের জন্য রেখে বাকিদের চিনে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংহ, মুকেশ কুমারের মতো ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন এশিয়া কাপের মঞ্চে ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করার। সেখানে কোচের দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্মণ। সরাসরি যেখানে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে ভারতীয় দল। ভারতীয় সময় মঙ্গলবার ভোরবেলা পিংফেং ক্যাম্পাস ক্রিকেট স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে ম্যাচ ভারতের।
এশিয়ান গেমসে প্রথম ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে রুতুরাজ বলেন, 'এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা দারুণ সম্মানের। দলের সকলেই মুখিয়ে আছে দেশকে সোনা জেতানোর লক্ষ্যে।' ক্রিকেট ও বাকি খেলার পার্থক্য ও এশিয়ান গেমস ভিলেজে খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে খানিক আবেগপ্রবণ রুতুরাজ জোড়েন, 'বিশ্বকাপ, আইপিএল থেকে ঘরোয়া প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলার সঙ্গে আমরা সকলেই অভ্যস্ত, তবে এখানে এসে গেমস ভিলেজে ঘুরে এক ভিন্ন অভিজ্ঞতা হল। অনেক অ্যাথলিটই রয়েছেন যাঁরা ২-৩ বছছর অন্তর দেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে নামার সুযোগ পান। ঠিক কীরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ওঁরা যান, সেটা সামনে থেকে দেখলাম। কতটা ধৈর্য্য ও অনুশাসন নিয়ে নিজেদের দেশের হয়ে খেলতা নামার জন্য ওঁরা প্রস্তুত করেন, তা দেখে শিখলাম।'
The Ruturaj Gaikwad-led #TeamIndia depart for the #AsianGames 👌👌#IndiaAtAG22 | @Ruutu1331 | @VVSLaxman281 pic.twitter.com/7yYkCLw5zM
— BCCI (@BCCI) September 28, 2023
আরও পড়ুন- হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার, ঐতিহাসিক ব্রোঞ্জ বঙ্গতনয়া ঐহিকা-সুতীর্থার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
