(Source: ECI/ABP News/ABP Majha)
Asian Games : হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার, ঐতিহাসিক ব্রোঞ্জ বঙ্গতনয়া ঐহিকা-সুতীর্থার
Ayhika Mukherjee and Sutirtha Mukherjee : প্রবল প্রতিপক্ষ উত্তর কোরিয়ার বিরুদ্ধে তুল্যমূল্য লড়াই চলে ভারতের। শেষ পর্যন্ত ৩-৪ গেমে হেরে যান ঐহিকা-সুতীর্থা।
হাংঝাউ : এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ব্রোঞ্জ জিতলেন বাংলার দুই খেলোয়াড়। মহিলাদের টেবিল টেনিসের দলগত বিভাগের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে হেরে গিয়ে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হল ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়কে। যদিও এশিয়া মঞ্চে পদক তালিকায় নাম তুলে ইতিহাসের পাতায় জায়গা পাকা করে ফেললেন দুই বঙ্গতনয়া। প্রসঙ্গত, এশিয়ান গেমসের নবম দিনে এটি ভারতের তৃতীয় ব্রোঞ্জ। পাশাপাশি এশিয়ান গেমসের ইতিহাসে টেবিল টেনিসের মঞ্চেও ভারতের এই নিয়ে তৃতীয় ব্রোঞ্জ পদক এটিই।
সেমিফাইনালে হারলেও প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলার দুই অ্যাথলিট যে লড়াই মেলে ধরেছিলেন তা তারিফ করার মতোই। প্রথম গেমে ১১-৭ ব্যবধানে লিডও নেন ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়ের (Ayhika Mukherjee and Sutirtha Mukherjee) জুটি। যদিও উত্তর কোরিয়ার প্রতিপক্ষ সুয়ং চা ও সুয়ং পাকের জুটি পরের গেমেই ৮-১১ ব্যবধানে তাঁদের হারিয়ে খেলায় সমতা ফেরায়। হেরে গেলেও হতেদ্যম না হয়ে ১১-৭ গেমে ফের পরের ম্যাচে জেতে তারা। তুল্যমূল্য লড়াইয়ে ৯-১১ ও ৮-১১ ফলে পরের দুটো গেমে পিছিয়ে পড়লেও দুরন্ত কামব্যাকে ১১-৫ ব্যবধানে পরের গেম জেতেন তারা। টানটান লড়াই গড়ায় শেষ গেমে। যেখানে অবশ্য ২-১১ ফলে হেরে ৩-৪ গেমের ব্যবধানে ম্যাচে হেরে যান তাঁরা। কিন্তু ম্যাচে হারলেও যে দুরন্ত টেবিল টেনিস তাঁরা উপহার দিলেন, তা দেখে তাঁদের তারিফই করছেন সকলে।
এদিকে, রোলার স্কেটিংয়ে জোড়া ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। যথাক্রমে পুরুষদের ও মহিলাদের ৩ হাজার মিটার রিলেতে দুই পদক এসেছে দেশের ঝুলিতে। দিনের শুরুতে সঞ্জনা বাথুলা, কার্তিকা জগদেশন, হিরাল সাধু ও আরতি কস্তুরী রাজের ভারতীয় মহিলা স্পিড স্কেটিং দল জেতে ব্রোঞ্জ। যার খানিক পরে পুরুষ দলও দেশকে আরও একটি পদক এনে দেয়। ভারতের পুরুষ রোলার স্কেটিং দলের সদস্যরা হলেন অরণ্যপাল সিংহ গুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইঙ্গালে।
Many congratulations to Ayhika and Sutirtha Mukherjee on winning the #BronzeMedal in the Women’s Doubles Table Tennis event.
— Team India (@WeAreTeamIndia) October 2, 2023
Let’s #Cheer4india 🇮🇳 #WeAreTeamIndia | #IndiaAtAG22 pic.twitter.com/b2naWrLQoe