Athiya Shetty and KL Rahul: আথিয়ার জন্মদিনে রাহুলের স্টেপ আউট, প্রকাশ্যে আনলেন সম্পর্কের কথা
Athiya Shetty and KL Rahul: বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে ছবি ভাইরাল হয়েছে। রাহুল ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যখন সফর করেন, তখনও আথিয়া তাঁর সঙ্গে অনেক সফরেই গিয়েছেন।
মুম্বই: প্রিয়তমার জন্মদিন। আর তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েই নিজেদের সম্পর্কের বিষয়ে প্রথমবার প্রকাশ্যে আনলেন কে এল রাহুল। বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে রাহুলের সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছিল দীর্ঘদিন ধরেই। এই নিয়ে কেউই কোনওদিন প্রকাশ্যে কিছু না বললেও, বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে ছবি ভাইরাল হয়েছে। রাহুল ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যখন সফর করেন, তখনও আথিয়া তাঁর সঙ্গে অনেক সফরেই গিয়েছেন। আজ আথিয়ার জন্মদিন। আর এই বিশেষ দিনেই আথিয়ার সঙ্গে দুটো ছবি পোস্ট করেছেন রাহুল তাঁর ইনস্টাগ্রামে। সেখানে তিনি লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ভালবাসা।'
এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন রাহুল। গতকাল স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নজির গড়েছেন তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন নজিরের মালিক হলেন কে এল রাহুল। স্কটল্যান্ডের বিরুদ্ধে গতকাল ১৮ বলে অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি। ১৯ নম্বর বলে ৫০ রান করেই আউট হন। আর সেই সঙ্গে সঙ্গেই টি-টোয়ন্টি ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের মালিক হলেন এই কর্ণাটকী ব্যাটার। তাঁর আগে একমাত্র রয়েছেন যুবরাজ সিহও। তিনি ১২ বলে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এছাড়া এই ফর্ম্যাটে রাহুল টপকে গেলেন গৌতম গম্ভীরকে।। তিনি ১৯ বলে অর্ধশতরান করেছিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মরণ-বাঁচন পরিস্থিতি এখন সব ম্যাচেই। আর দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই যেন ভারতীয় ক্রিকেটারদের সেরা পারফরম্যান্সটা বেরিয়ে আসছে। শুক্রবার যা হাড়ে হাড়ে টের পেল স্কটল্যান্ড। বল হাতে দুরন্ত পারফরম্যান্স মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজাদের । প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র ৮৫ রানে। জবাবে মাত্র ৩৯ বলে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
আরও পড়ুন: চাহালকে টেক্কা, টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের সর্বাধিক উইকেট শিকারি বুমরা