এক্সপ্লোর
Advertisement
বাউন্সারে হেলমেট ভাঙল অ্যাঞ্জেলো ম্যাথুজের
ডাম্বুলা: শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া চতুর্থ একদিনের ম্যাচে ফিরে এল ফিলিপ হিউজেসের মাঠেই মৃত্যুর আতঙ্ক। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের বাউন্সারে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের হেলমেট ভেঙে গেল। এই ঘটনার জেরে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। কয়েক মিনিট বন্ধ থাকে খেলা। তারপর ফের ব্যাটিং শুরু করেন। ২৮ রান করার পর অবশ্য কাফ মাসলে চোট পেয়ে অবসৃত হন ম্যাথুজ।
২০১৪ সালে সিডনিতে ঘরোয়া ম্যাচে ব্যাট করার সময় বাউন্সারে মাথায় চোট পেয়ে মারা যান হিউজেস। এরপর থেকেই বাউন্সার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ক্রিকেট দুনিয়ায়। এবার অস্ট্রেলিয়ার বোলারের বাউন্সারেই ম্যাথুজ চোট পাওয়ায় ঘটনার তাৎপর্য আলাদা।
এক্ষেত্রে অবশ্য বোল্যান্ডের কোনও দোষ নেই। তিনি নিয়ম মেনেই বাউন্সার দিয়েছিলেন। কিন্তু ম্যাথুজ সেই বলটি সামাল দিতে পারেননি। বল থেকে চোখ সরিয়ে নিয়ে মাথা ঘুরিয়ে নেন শ্রীলঙ্কার অধিনায়ক। বলটি তাঁর ঘাড়ের উপরদিকে লাগে। ভেঙে যাওয়া হেলমেট খুলে ফেলে চোটের জায়গায় হাত বোলাতে থাকেন ম্যাথুজ। ছুটে আসেন শ্রীলঙ্কার ফিজিও পল ক্লারেনার। তিনি চোটের জায়গা পরীক্ষা করে আশ্বস্ত হন। স্বস্তি ফিরে আসে মাঠে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement