T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন জার্সি পরে নামবেন স্টার্ক, স্মিথরা
Cricket Australia Kit: অস্ট্রেলিয়া গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবেই ঘরের মাঠে নামতে চলেছে ফিঞ্চ বাহিনী।
![T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন জার্সি পরে নামবেন স্টার্ক, স্মিথরা Australia Reveal Their Indigenous Kit For ICC Men's T20 World Cup 2022 T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন জার্সি পরে নামবেন স্টার্ক, স্মিথরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/14/13bcca7dda4ac950529d6106f4d08a581663132961677206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: ভারতের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের নতুন জার্সি উন্মোচন করে ফেলল ক্রিকেট অস্ট্রেলিয়া। গতকালই এই নতুন জার্সি উন্মোচন করা হয়। সেই কিটে অস্ট্রেলিয়া তাঁদের ঐতিহ্যের হলুদ রংটিকে অবশ্যই ধরে রেখেছে। যা আরও বেশি করে ফুটে উঠেছে। কাঁধের দিকটায় কালো রং রাখা হয়েছে। এছাড়াও জার্সির সামনের দিকে ডিজাইনে নতুনত্ব দেখা গিয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবেই ঘরের মাঠে নামতে চলেছে ফিঞ্চ বাহিনী।
View this post on Instagram
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। তাঁর বিদায়ে অস্ট্রেলিয়াকে নতুন ওয়ান ডে অধিনায়ক (Australian ODI Captain) খুঁজতে হবে। অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলের অধিনায়ক হওয়ার দৌড়ে প্যাট কামিন্স (Pat Cummins), স্টিভ স্মিথের মতো একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। ডেভিড ওয়ার্নারও (David Warner) জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
দক্ষিণ আফ্রিকায় কুখ্যাত বল বিকৃতি কাণ্ডের পর ওয়ার্নারের ওপর আজবীন অধিনায়ক হওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই নিষেধাজ্ঞা আজও বহাল রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ওয়ার্নারের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার বোর্ড পুনর্বিবেচনা করবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এরই মাঝে কোনওরকম রাখঢাক না করেই অজি দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন ওয়ার্নার। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া যে তাঁর কাছে বিশাল গর্বের বিষয়, তা সাফ করে দিয়েছেন তারকা অজি ওপেনার।
আরও পড়ুন: 'বিশ্বকাপের মাঝেই শামির অভাব টের পাবে ভারতীয় দল', কে বললেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)