Ind vs Aus: রোহিতদের বিরুদ্ধে পরীক্ষা, ভারতের পথে কামিন্স-সহ অস্ট্রেলীয় ক্রিকেটারেরা
Pat Cummins: বিমান থেকে নিজের সেলফি তুলে পোস্ট করলেন অজি পেসার প্যাট কামিন্স। লিখলেন, 'ভারতের পথে আমরা'।
![Ind vs Aus: রোহিতদের বিরুদ্ধে পরীক্ষা, ভারতের পথে কামিন্স-সহ অস্ট্রেলীয় ক্রিকেটারেরা Australia tour to India: Pat Cummins posts picture on his way to India Ind vs Aus: রোহিতদের বিরুদ্ধে পরীক্ষা, ভারতের পথে কামিন্স-সহ অস্ট্রেলীয় ক্রিকেটারেরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/15/32a144d96ce5ce1a981dee75e2cff8d3166321162508050_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। তার প্রস্তুতি হিসাবে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ভারতের উদ্দেশে রওনা হয়ে গেলেন অজি ক্রিকেটারেরা। বিমান থেকে নিজের সেলফি তুলে পোস্ট করলেন অজি পেসার প্যাট কামিন্স (Pat Cummins)। লিখলেন, 'ভারতের পথে আমরা'।
On our way to #India 🇮🇳 pic.twitter.com/SJq2IeJviS
— Pat Cummins (@patcummins30) September 14, 2022
নেই ত্রয়ী
২০ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া (Ind vs Aus T20 series)। সেই সিরিজের জন্য দলও ঘোষণা করে দেওয়া হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। তবে দলের তিন তারকাকে ছাড়াই ভারতের বিরুদ্ধে মাঠে নামতে হবে অজিদের। মিচেল স্টার্ক (Mitchell Starc), মার্কাস স্টোইনিস ও মিচেল মার্শ, তিন অজিই ভারতের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না।
চোট গুরুতর নয়
হাঁটুর চোটে ভুগছেন মিচেল স্টার্ক। মিচেল মার্শের গোড়ালির চোট আর স্টোইনিসের পেশিতে চোট রয়েছে। এই চোটগুলির জেরেই তিন তারকা খেলতে পারছেন না। মার্শ জিম্বাবোয়ের বিরুদ্ধে এবং স্টোইনিস নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে চোট পান। তবে স্টার্কের চোট একেবারে শেষ মুহূর্তে ধরা পড়ে। বুধবার এক স্ক্যানের পরেই স্টার্কের চোট সামনে আসে। খবর অনুযায়ী কোনও তারকার চোটই খুব একটা গুরুতর নয়। তবে পরের মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে চোট বাড়তে পারে। সেই জন্যই কোনওরকম ঝুঁকি নিতে চায়নি অজি বোর্ড। তাই এই তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
দুর্বল হল অজি দল
এই ত্রয়ীর না থাকা অস্ট্রেলিয়ান দলকে আরও দুর্বল করে দিল। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার আগেই পরিবারের সঙ্গে সময় কাটাতে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁর পাশাপাশি এই তিন অভিজ্ঞ তারকার না থাকাটা যে দলকে কিছুটা হলেও দুর্বল করে দিল, তা বলাই বাহুল্য। তারকা ত্রয়ীর বদলে এই সিরিজের জন্য অজি দলে সুযোগ পেলেন ন্যাথান এলিস, ড্যানিয়েল স্যামস ও সন অ্যাবট।
ভারত-অস্ট্রেলিয়া মোহালিতে ২০ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। ২৩ সেপ্টেম্বর নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি, শেষ টি-টোয়েন্টি হায়দরাবাদে ২৫ সেপ্টেম্বর। ভারতের বিরুদ্ধে সিরিজের পর বিশ্বকাপের পূর্বে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: বোর্ডে সৌরভদের মেয়াদবৃদ্ধি হতেই সিএবি-তে নির্বাচনী তোড়জোড়, প্রেসিডেন্ট কি স্নেহাশিস?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)