Aus W Vs Ind W Pink Ball Test: হরমনপ্রীতকে ছাড়াই ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে নামছেন মিতালিরা, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
Aus W Vs Ind W Pink Ball Test: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাল এই ঐতিহাসিক টেস্ট খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে ধাক্কা।
কুইন্সল্যান্ড: ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবার গোলাপি বলের টেস্ট খেলতে ২২ গজে নামবে মিতালি ব্রিগেড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাল এই ঐতিহাসিক টেস্ট খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু মাঠে নামার আগেই ভারতীয় শিবিরে ধাক্কা। দলের নির্ভরযোগ্য ব্যাটার হরমনপ্রীত কৌরকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে তা জানিয়ে দিলেন মিতালি। তিনি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেন, ''গতকাল আমরা প্রথম বার গোলাপি বলে অনুশীলন করলাম। এর আগে কোথাও কখনও এই বলে খেলার সুযোগ হয়নি। শুধু আমি নয়, সবার কাছেই এটা একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। লাল বলের থেকে এটা বেশি নড়াচড়া করে। দেখতে হবে গোধূলির সময় এই বল কেমন আচরণ করে।”
💬 💬 #TeamIndia captain @M_Raj03 speaks about the importance of Test format in Women's cricket. 👍#AUSvIND pic.twitter.com/SrIu0O1roz
— BCCI Women (@BCCIWomen) September 29, 2021
প্রায় ১৫ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাওয়া ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে থাকা মিতালি মহিলাদের ক্রিকেটে আরও বেশি করে টেস্ট ম্যাচ আয়োজনের হয়ে সওয়াল করেন। তিনি বলেন, 'যদি প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজে এ ভাবে টেস্ট রাখা হয়, তাহলে মহিলাদের ক্রিকেট অনেকটা এগিয়ে যাবে। বেশিরভাগ সতীর্থদের মুখেই শুনি টেস্ট খেলার কথা। এখন ক্রিকেটাররা বিভিন্ন দেশের লিগে খেলে। কিন্তু ওঁরাও টেস্ট খেলার জন্য মুখিয়ে থাকে। নিয়মিত টেস্ট খেলা দরকার আমাদের।' উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল মিতালিদের।
কখন, কোথায় দেখবেন মিতালিদের গোলাপি বলের টেস্ট ম্যাচ?
ভারতীয় মহিলা ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের মধ্যে হতে চলা গোলাপি বলের টেস্ট ম্যাচটি হবে কুইন্সল্যান্ডে। টসের সময় ভারতীয় সময় সকাল ৯.৩০টায়। খেলা শুরু হবে সকাল ১০ টায়। ম্যাচটি সম্প্রচারিত হবে সোনি সিক্স, সোনি টেন থ্রি ও সোনি টেন ফোর চ্যানলে। এছাড়াও লাইভ স্ট্রিমিং হবে সোনি লিভ-এ।